Joy Mihos: দেখলেই পছন্দ হয়ে যাবে, এই ইলেকট্রিক স্কুটার বুকিং করতে লম্বা লাইন

২০২৩ এর জানুয়ারি মাসে দিল্লির উপকণ্ঠে আয়োজিত চলতি বছরের অটো মোবাইল শো- “অটো এক্সপো” ইভেন্টে দেশের নামিদামি বিভিন্ন সংস্থা তাদের তৈরি বিভিন্ন যানবাহন প্রদর্শন করেছে। এদের মধ্যে নামজাদা সংস্থার পাশাপাশি বেশ কিছু স্টার্টআপ সংস্থাও অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে অন্যতম Wardwizard Innovation and Mobility, যারা এই দেশের মাটিতেই ব্যাটারি চালিত দুই চাকার মডেল বানিয়ে থাকে। একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, সেখানে তাদের লঞ্চ করা ইলেকট্রিক স্কুটার Mihos EV এর এখনো পর্যন্ত ১৮,৬০০টি বুকিং নথিবদ্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই এই সাফল্যে যথেষ্ট উচ্ছ্বসিত এই দেশীয় সংস্থাটি।

তারা জানিয়েছে যে আগামী মার্চ থেকেই এই স্কুটারটির ডেলিভারি শুরু হবে। গত ২২ শে জানুয়ারি থেকে এই মডেলটির জন্য অগ্রিম বুকিং গ্রহণ করা শুরু হয়েছিল। মাত্র ১৫ দিনের মধ্যেই এই বিপুল বুকিং এর আবেদন জমা পড়েছে Mihos EV এর ঝুলিতে। পরবর্তী ধাপে অর্থাৎ আগামী এপ্রিলের বুকিং শুরু হবে ৯ই ফেব্রুয়ারি থেকে। উৎসুক গ্রাহকগণ এই বৈদ্যুতিক স্কুটার কেনার জন্য অগ্রিম ৯৯৯ টাকা দিয়ে কোম্পানির ওয়েবসাইটে বা অথরাইজড ডিলারশিপের কাছে আগে থেকেই বুক করতে পারেন।

রেট্রো স্টাইলের এই স্কুটারটির এক্স শোরুম মূল্য ১.৩৫ লাখ টাকা। Mihos EV-কে চলার শক্তি প্রদান করে ২.৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি যা এক চার্জে প্রায় ১০০ কিমি পর্যন্ত ছুটতে পারে। এই বৈদ্যুতিক স্কুটারটির হুইলবেস ১৩৬০ মিমি। এছাড়াও এটি মাত্র ৭ সেকেন্ডে শূন্য থেকে ৪০ কিমি/ঘণ্টা গতিবেগ তুলতে পারে। এখানে সাসপেনশনের দায়িত্ব সামলাচ্ছে ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার মনো রিভার্সিবল স্প্রিং সাসপেনশন। এতে উপস্থিত বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ব্লুটুথ, রিভার্স মোড, অ্যান্টি থেফট এবং জিপিএস সিস্টেম।

Wardwizard Innovations & Mobility Ltd. এর ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান Yahin Gupte তার বক্তব্যে বলেন ” আমরা Mihos এর জন্য অটো এক্সপোতে গ্রাহকদের কাছ থেকে অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি। এই স্কুটারটি নতুন উপাদান ডিসাইক্লোপেন্টাডিয়েন (DCPD) দিয়ে তৈরি যা এর কাঠামোকে আরও শক্তিশালী বানিয়েছে। আমরা আপ্লুত যে ভারতবাসীদের মধ্যে একটা উচ্চ চাহিদা তৈরি করতে পেরেছি। সামনের মার্চ মাস থেকে এই স্কুটারটির ডেলিভারি শুরু করার জন্য আমরা অপেক্ষা করে আছি।”