বড় সুখবর, OnePlus Nord CE 4 লঞ্চ হতেই দাম কমলো Nord CE 3 এর, কত দামে এখন পাবেন

OnePlus Nord CE 3 ডিভাইসটি ভারতে 26,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে অ্যামাজনে 4,009 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টের পর এই ডিভাইসটির 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 22,900 টাকায় উপলব্ধ

কিছুদিন আগেই OnePlus তার লেটেস্ট হ্যান্ডসেট OnePlus Nord CE 4 লঞ্চ করেছে। তারপরেই সংস্থাটি এর পূর্বসূরী অর্থাৎ OnePlus Nord CE 3-এর দাম অনেকটাই কমিয়ে দিয়েছে। ফলে ভারতে এখন এই ডিভাইসটি Amazon থেকে বড়সর ছাড় সহ কেনা যাবে। তাই আপনি যদি OnePlus ব্র্যান্ডের ভক্ত হন এবং এই সময় কোন নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে OnePlus Nord CE 3 বেছে নিতে পারেন।

OnePlus Nord CE 3 এর সাথে প্রাপ্ত অফার এবং ছাড়

যদিও ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ডিভাইসটি ভারতে 26,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে, বর্তমানে অ্যামাজনে 4,009 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টের পর এই ডিভাইসটির 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 22,900 টাকায় উপলব্ধ। এছাড়াও, এতে থাকছে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে 2,000 টাকা ছাড় পাওয়ার সুযোগ, যা এই ডিভাইসের দামকে 20,990 টাকায় নামিয়ে আনবে। এরপরেও, এর সাথে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ইএমআই অফার।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে OnePlus Nord CE 4 ভারতে 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি আরেকটু বেশি খরচ করতে রাজি থাকেন, তাহলে ওয়ানপ্লাসের এই লেটেস্ট হ্যান্ডসেটটিও নিজের করে নিতে পারেন। তবে মনে রাখতে হবে, এক্ষেত্রে আপনি কোনো রকম ছাড় বা ডিসকাউন্ট পাবেন না।

OnePlus Nord CE 3-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাসের এই ডিভাইসে আছে 6.74 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপ ড্রাগন 782জি SoC প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে 80 ওয়াট চার্জিং সাপোর্ট সহ 5000 এমএএইচ ব্যাটারি। আর ক্যামেরার কথা বললে এই ডিভাইসে একটি বড় সেন্সরও দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 4-এর স্পেসিফিকেশন

আপনি যদি Nord CE 4 কেনার কথা বিবেচনা করেন, তাহলে জানিয়ে রাখি বিভিন্ন দিক দিয়ে ডিভাইসটি তার পুরনো মডেলের তুলনায় অনেক উন্নত। প্রসেসর হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন 7জেন 3 চিপসেট, ব্যাটারি ব্যাকআপের জন্য আছে 100 ওয়াট চার্জিং সাপোর্টসহ 5,500 এমএএইচ ব্যাটারি। তবে এই ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা সেন্সরটি (1/1.56-ইঞ্চি বনাম 1/1.95-ইঞ্চি) তুলনামূলক ছোট হলেও দুটি ডিভাইসে ব্যবহৃত আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সেল্ফি ক্যামেরায় খুবই সামান্য পরিবর্তন করা হয়েছে।