Car Key Fob: রিমোট কন্ট্রোল চাবি যেন জাদুকাঠি, গাড়ির এ সব অজানা কাজ করে এক চুটকিতে

উন্নত প্রযুক্তির কাছে কোন কিছুই অসাধ্য নয়। গাড়ি এবং তার ফিচার্স যেমন দশকের পর দশক ধরে উন্নত হয়েছে, তেমনি বদলেছে এর চাবিটিও। বর্তমানে আধুনিক গাড়ির সাথে সেই চিরাচরিত চাবি সেরকম দেখতে পাওয়া যায় না। বরং সেই স্থানে জায়গা করে নিয়েছে রিমোট কন্ট্রোল চাবি। এখন এতে ডিসপ্লেও রাখা হয়, যা রিমোট দ্বারা নিয়ন্ত্রিত খেলনা গাড়ির মতো নিজের গাড়িকেও পিছনে বা সামনে এগিয়ে যেতে সাহায্য করে। প্রিমিয়াম গাড়ির অনেক বৈশিষ্ট্য এখন ছোট্ট এই ডিভাইস দিয়েই নিয়ন্ত্রণ করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক এমনই চাবির দশ মাহাত্ম্য, যা অনেকেরই অজানা

১. দূর থেকেই গাড়ি স্টার্ট করা

হ্যাঁ বেশ কিছু আধুনিক গাড়িতে এই ধরনের চাবি মেলে। এই ধরনের চাবিগুলিতে গাড়ি স্টার্ট করার জন্য আলাদা একটি বোতাম দেওয়া থাকে। যা একবার চাপলেই ইঞ্জিন চালু। আবার কোনও গাড়ির ক্ষেত্রে হয়তো বোতাম বেশ কিছুক্ষণ ধরে চেপে ধরে রাখলে তবেই ইঞ্জিন স্টার্ট হয়।

২. গাড়ির জানালার কাঁচ নামানো-ওঠানো

বেশ কিছু ব্র্যান্ডের গাড়ির সাথে দেওয়া বিশেষ এই চাবিতে থাকা বোতামকে কিছুক্ষণ চেপে রাখলে গাড়ির সমস্ত খোলা জানলার কাঁচ উপরে তোলার যায়। আবার কিছু সংস্থা গাড়ির জানলার কাঁচ নীচে নামানোর জন্য আনলক বাটন দিয়ে রেখেছে  তবে বাইরের মার্কেট থেকেও এই ধরনের সুবিধা যুক্ত রিমোট কিনতে পাওয়া যায়।

৩. লুকিং গ্লাস বন্ধ করা

গাড়ির জানলার কাঁচের মতোই লুকিং গ্লাস বা ORVM কে চাবির সাহায্যে আপনি সহজেই বন্ধ করতে পারেন। চাবির মধ্যে থাকা বিশেষ একটি বোতামকে ১০ সেকেন্ডের জন্য চেপে ধরে রাখলেই বন্ধ হয়ে যাবে আপনার গাড়ির ORVM

৪. পেছনের দরজা খোলা

বেশিরভাগ গাড়িতেই পিছন দিকের দরজা অর্থাৎ টেল গেট খোলার জন্য ম্যানুয়ালি একটি লিভারকে চাপ দিতে হয়। তবে নতুন কিছু গাড়িতে এই রিমোট কন্ট্রোল চাবিতে থাকা নির্দিষ্ট একটি বোতাম দিয়ে খুব সহজেই পিছন দিকের এই দরজা খুলে ফেলা যায়।

৫. গাড়ির অবস্থান নির্ণয়

বড় পার্কিং প্লেসে গাড়ি রাখলে অনেক সময় তা খুঁজতে বহু সময় লেগে যায়। এমন অবস্থায় হাতে থাকা  রিমোটটির লক বা আনলক বোতামটিকে চাপ দিলেই গাড়ির ইন্ডিকেটরগুলি শব্দ সহযোগে তার অবস্থানের জানান দেবে। তখন আপনি সহজেই অজস্র গাড়ির মধ্যে আপনার কোনটা, তা বুঝতে পারবেন।

৬. লক এবং আনলক ও চালকের সিট ঠিক করা

এই চাবিগুলিতে থাকা বিশেষ বোতাম দিয়ে সহজেই আপনি আপনার গাড়িটিকে লক কিংবা আনলক করতে পারবেন। এছাড়া, সমস্ত গাড়িতেই ড্রাইভারের উচ্চতা অনুসারে সেই সিটটিকে সামনে পেছনে করে ঠিক করতে হয়। তবে দামি গাড়িতে এই কাজটি করার জন্য কোনরকম কায়িক পরিশ্রম করার প্রয়োজন নেই। হাতে থাকা এই রিমোটের বোতাম দিয়েই তা অ্যাডজাস্ত করা সম্ভব।

৭. পার্ক করা

মূলত খুব দামি দামি গাড়িতে এই বৈশিষ্ট্য দেখা যায়। ভিতরে না ঢুকেই চাবির সাহায্যে সামনে পিছনে করে সার সার গাড়ি টপকে নিজেররটা সহজেই বের করে আনা যায়। একই পদ্ধতিতে গাড়ি পার্কও করা যায়।