টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী মীরাবাই চানুকে ইলেকট্রিক স্কুটার উপহার দিল HOP

টোকিয়ো অলিম্পিক্সে মীরাবাই চানু (Mirabai Chanu)-র হাত ধরে প্রথম পদক জয় ভারতের। অলিম্পিক্সে ভারোত্তোলন বিভাগে ভারতের দীর্ঘ ২১ বছরের পদকের খরার অবসান ঘটিয়ে রুপো জিতে ইতিহাস গড়েছেন তিনি। রুপোর মেয়ের এই কৃতিত্বে গর্বিত আপামর ভারতবাসী।

চানুর রুপো জেতার পর থেকেই একের পর এক অভিনন্দন বার্তা আসতে থাকে। ইতিমধ্যেই চানুকে আজীবন বিনামূল্যে পিৎজা খাওয়ানোর ঘোষণা করেছে ডমিনোজ (Domino’s)। এবার চানুকে ইলেকট্রিক টু-হুইলার উপহার দেওয়ার ঘোষণা করল হোপ ইলেকট্রিক মোবিলিটি (HOP Electric Mobility)।

বস্তুত, তারাই ভারতের প্রথম ব্যাটারিচালিত গাড়ি প্রস্তুতকারক সংস্থা, যারা চানুকে গাড়ি উপহার দিচ্ছে। সংস্থাটির এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটাগরিকরা। চানুকে অভিনন্দন জানিয়ে হোপ ইলেকট্রিক জানায়, আরও বেশি ভারতীয়কে ক্রীড়াতে অংশগ্রহণ করে সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করার জন্য উৎসাহিত করতে চায় তারা।

সংস্থাটি উল্লেখ করেছে, তাদের ইলেকট্রিক স্কুটার রেঞ্জে এমন কিছু বিশেষ ফিচার রয়েছে যা অন্যান্য সংস্থার মডেলে বেশি নেই। সেইসব ফিচারের মধ্যে আছে পার্কিং অ্যাসিট্যান্স, তিনটে রাইডিং মোড, রিসার্ভ মোড, সাইড স্ট্যান্ড সেন্সর, রিমোট কী, অ্যান্টি থেফ্ট হুইল লক, এবং অ্যান্টি থেফ্ট অ্যালার্ম। স্কুটারটগুলি একচার্জে ১২৫ কিমি পথ চালানো যায়। বুট স্টোরেজ ১২০ লিটারের। এছাড়া জিপিএস, ইন্টারনেট, মোবাইল অ্যাপ্লিকেশনের মতো সংযোগকারী ফিচার গ্রাহকদের সুবিধা আরও বাড়ায় বলেই মত তাদের।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন