জল্পনার অবসান, iPhone 15 সিরিজকে টেক্কা দিতে 4 অক্টোবর Google Pixel 8 সিরিজ লঞ্চ

গুগল (Google)-এর পরবর্তী প্রজন্মের পিক্সেল সিরিজের স্মার্টফোন এবং স্মার্টওয়াচগুলিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি গুগল স্টোর ওয়েবসাইটে ভুলবশত আসন্ন Pixel 8 সিরিজের ‘Pro’ মডেলটির ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ করে ফেলে কোম্পানি। তবে এবার সকল জল্পনার অবসান করে মার্কিন প্রযুক্তি সংস্থাটি আনুষ্ঠানিকভাবে Pixel 8 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী অক্টোবর মাসের শুরুতেই এই বহু প্রতীক্ষিত ডিভাইসগুলি উন্মোচন করা হবে। একই ইভেন্টে, কোম্পানি Pixel Watch 2-ও উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ঘোষিত হল Google Pixel 8, Pixel 8 Pro এবং Pixel Watch 2 লঞ্চের তারিখ

গুগলের পাঠানো আমন্ত্রণ পত্র অনুসারে, গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো আগামী ৪ অক্টোবর লঞ্চ হবে। মূল স্পেসিফিকেশন সম্পর্কে বললে, আসন্ন পিক্সেল ফোনগুলি গুগলের টেনসর জি৩ প্রসেসরের সাথে আসতে চলেছে। এছাড়াও, এই ডিভাইসগুলির ভিতরে টাইটান সিকিউরিটি চিপ অন্তর্ভুক্ত থাকবেও বলে জানা গেছে। পিক্সেল ৮-এ ৬.২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে, যেখানে পিক্সেল ৮ প্রো-তে কিউএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭১ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে দেখা যাবে।

ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, গুগল পিক্সেল ৮-এ ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত থাকবে বলে জানা গেছে। ফোনটির পরিমাপ হবে ১৫০.৫ x ৭০.৮ x ৮.৯ মিলিমিটার। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৪৮৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ২৪ ওয়াট ওয়্যার্ড এবং ১২ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

অন্যদিকে, Pixel 8 Pro-তে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরা মডিউলটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৬৪ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যুক্ত থাকতে পারে। আর Pixel 8 Pro-এর সামনে একটি ১১ সেলফি ক্যামেরা (Samsung JN1 সেন্সর) অবস্থান করবে বলে শোনা যাচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি ৪,৯৫০ মেগাপিক্সেলের ব্যাটারির সাথে আসতে পারে, যা ২৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর আগে ফাঁস হওয়া ভিডিওটিও প্রকাশ করেছে যে হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে একটি টেম্পারেচার সেন্সর অবস্থান করবে।

উল্লেখ্য, গুগল তাদের অক্টোবরের ইভেন্টে পিক্সেল ওয়াচের উত্তরসূরি হিসেবে, Pixel Watch 2 লঞ্চ করতে পারে। এই স্মার্টওয়াচটিতে প্রথম প্রজন্মের পিক্সেল ওয়াচের মতো একটি বৃত্তাকার ডায়াল এবং পাশে দুটি ফিজিক্যাল বাটন থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, Watch 2-এ Snapdragon W5 চিপসেট এবং ২ জিবি র‍্যাম থাকতে পারে। আগের রিপোর্ট থেকে আরও জানা গেছে যে, Pixel Watch 2-এর স্ক্রিনটি ৩৮৩×৩৮৪ পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করবে। স্মার্টওয়াচটিতে চারটি নতুন ওয়াচ ফেস অ্যাক্সিসিবল, আর্ক, অ্যানালগ বোল্ড এবং বোল্ড ডিজিট্যাল সাপোর্ট করবে।