Samsung Galaxy Buds 2: গান শুনতে দেবে একটানা ২৯ ঘন্টা, অভিষেকেই চমক দিচ্ছে এই ইয়ারবাড

গতকাল অর্থাৎ ১১ আগস্ট Galaxy Unpacked ইভেন্টে Samsung তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড Galaxy Buds 2 লঞ্চ করেছে। ইয়ারবাডটি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাজারে পা রাখা Samsung Galaxy Buds এর উত্তরসূরী হিসেবে এসেছে। উল্লেখ্য গতবছর Samsung, Buds+ লঞ্চ করেছিল। নতুন Galaxy Buds 2 এটিরও (বাডস প্লাস) আপগ্রেড ভার্সন বলা চলে। যাইহোক নতুন ইয়ারবাডে সবচেয়ে বড় যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে তা হলো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলশন (ANC) সাপোর্ট, যা এর পূর্বসূরীতে ছিল না। আবার Samsung Galaxy Buds 2 এর ডিজাইনও আপগ্রেড করা হয়েছে। আসুন ইয়ারবাডটির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Buds 2 এর দাম ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি বাডস ২ ইয়ারবাডের দাম রাখা হয়েছে ১৪৯.৯৯ ডলার, যা প্রায় ১১,১০০ টাকার সমান। এটি গ্রাফাইট, ল্যাভেন্ডার, অলিভ এবং হোয়াইট কালারে পাওয়া যাবে। আগামী ২৭ আগস্ট থেকে ইয়ারবাডটি আমেরিকাসহ বেশ কয়েকটি মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হবে। যদিও স্যামসাং গ্যালাক্সি বাডস ২ ভারতে কবে আসবে, বা এর দাম কত হবে তা এখনও জানা যায়নি।

Samsung Galaxy Buds 2 এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি বাডস ২ ইয়ারবাড টু ওয়ে ড্রাইভার সহ এসেছে, যার মধ্যে টুইটার (হাই ফ্রিকোয়েন্সি প্রদান করে) ও উফার (লো ফ্রিকোয়েন্সি প্রদান করে) রয়েছে। এতে পাওয়া যাবে তিনটি মাইক্রোফোন, যার মধ্যে দুটি মাইক্রোফোন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশনের জন্য ব্যবহার হবে। ইয়ারবাডটি IPX7 সার্টিফিকেশন প্রাপ্ত, ফলে জল প্রতিরোধী। আবার উন্নত কানেক্টিভিটির জন্য স্যামসাং গ্যালাক্সি বাডস ২ ইয়ারবাডে আছে ব্লুটুথ ৫.২।

সেন্সরের কথা বললে, নতুন এই ইয়ারবাডে অ্যাকসিলরোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, হল সেন্সর, টাচ সেন্সর এবং একটি ভয়েস পিকআপ ইউনিট উপস্থিত। প্রতিটি বাডের ওজন ৫ গ্রাম।

Samsung Galaxy Buds 2 চার্জিং কেস সহ ২৯ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে বলে কোম্পানি দাবি করেছে। এছাড়া একবার চার্জে ইয়ারবাডটি (চার্জিং কেস ছাড়া) ৭.৫ ঘন্টা প্লেব্যাক টাইম দেবে। যদিও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলশন (ANC) ফিচার অন থাকলে, ব্যাটারি লাইফ কমে দাঁড়াবে ২০ ঘন্টায়।

Samsung Galaxy Buds 2 ৬১ এমএএইচ ব্যাটারি সবাই এসেছে। যেখানে চার্জিং কেসে আছে ৪৭২ এমএএইচ ব্যাটারি। মাত্র পাঁচ মিনিটের চার্জে ইয়ারবাডটি ১ ঘন্টা গান শুনতে দেবে। এতে Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। চার্জি কেসের ওজন ৪১.২ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন