কর ফাঁকির অভিযোগ, Xiaomi, Oppo কে ১০০০ কোটি টাকা জরিমানা করা হতে পারে

আজ বছরের প্রথম দিন। গোটা দেশ ইতিমধ্যেই মেতেছে নববর্ষ উদযাপনে। তবে, জনপ্রিয় দুই স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি, শাওমি (Xiaomi) এবং ওপ্পোর (Oppo) জন্য ২০২২- উদযাপনের খুশি বেশ খানিকটা ম্লান হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, দুই প্রযুক্তি সংস্থাই দেশের কর আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।

আইটি বিভাগ জানিয়েছে, দুটি জায়েন্ট প্রযুক্তি সংস্থা তাদের করযোগ্য মুনাফা ১৪০০ কোটি টাকারও বেশি হ্রাস করার উদ্দেশ্যে খরচ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যদিও আয়কর বিভাগের তরফে সংস্থা দুটির নাম এখনও অবধি প্রকাশ্যে আনা হয়নি, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রের অভ্যন্তরীণ ব্যক্তিরা মনে করছেন, উক্ত সংস্থা দুটি অতি জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা, ওপ্পো এবং শাওমি। আয়কর বিভাগ ইতিমধ্যেই তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, রাজস্থান, দিল্লিসহ সর্বমোট ১১ টি রাজ্যে তল্লাশি অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে।

অনুসন্ধানে উঠে আসা তথ্যসমূহের ভিত্তিতে আয়কর বিভাগ এক সাম্প্রতিক বিবৃতি মারফত জানিয়েছে, সংস্থা দুটি রয়্যালটি বাবদ বিদেশে অবস্থিত গ্রুপ কোম্পানিগুলির হয়ে ৫,৫০০ কোটি টাকারও বেশি রেমিট্যান্স হিসেবে পাঠিয়েছে। যা দেশের ১৯৬১ সালের আয়কর আইনে নির্ধারিত নিয়মবিধি লঙ্ঘন করেছে। ফলে সংস্থাগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এবং চাপানো হতে পারে ১০০০ কোটি টাকারও বেশী জরিমানা। এমনই হুঁশিয়ারি শুনিয়েছেন আয়কর দপ্তর।

শুধু তাই নয়, আয়কর বিভাগ এই সংস্থাগুলির বিদেশী তহবিলের উৎস নিয়েও প্রশ্ন তুলেছে। তারা জানিয়েছে, যেসব উৎস থেকে এই ধরনের তহবিল গ্রহণ করা হয়েছে সেগুলিও যথেষ্ট সন্দেহজনক।

তবে, Xiaomi বা Oppo র তরফে ঘটনা সম্পর্কে এযাবৎ সংবাদ মাধ্যমকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বরং, এসব চাপানউতোরের মধ্যেই সংস্থা দুটি জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের লঞ্চ ইভেন্টের পরিকল্পনা করছে। Xiaomi তাদের Xiaomi 11i সিরিজের স্মার্টফোনগুলি আগামী ৬ই জানুয়ারি ভারতে লঞ্চ করার কথা ঘোষণা করেছে। অন্য দিকে, প্রায় একই সময়ে, Oppo তাদের Enco M32 নেকব্যান্ড ওয়্যারলেস ইয়ারফোন এদেশে আনতে চলেছে।