Asus জ্বরে কাঁপছে বাজার, মাত্র 20 হাজার টাকার কমে লঞ্চ করল টাচ স্ক্রিন Laptop

ভারতে লঞ্চ হল Asus Chromebook CX15, Chromebook CX14, Chromebook Flip CX14 ল্যাপটপ

Asus আজ (২রা সেপ্টেম্বর) ভারতের বাজারে তাদের Chromebook-সিরিজের অধীনে তিন-তিনটি নতুন মডেলের ঘোষণা করল। এগুলি Chromebook CX15, Chromebook CX14, এবং Chromebook Flip CX14 নামে এসেছে। তিনটি মডেলেই – Intel Celeron N4500 প্রসেসর, ইন্টিগ্রেটেড Intel UHD 600 জিপিইউ, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, স্পিল-প্রতিরোধী কী-বোর্ড, ৭২০পিক্সেলের HD ওয়েবক্যাম এবং এক সমান কানেক্টিভিটি বিকল্প বর্তমান। যদিও ডিসপ্লে এবং ব্যাটারির ক্ষেত্রে পার্থক্য নজরে পড়বে। তবে সদ্য লঞ্চের মুখ দেখা এই Acer Chromebook তিনটির অন্যতম বিশেষত্ব হল, এগুলির দাম মাত্র ১৮,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের দামে আপনারা এখন একটি ‘ব্র্যান্ড-নিউ’ ল্যাপটপ কিনে নিতে পারবেন! চলুন এবার Asus Chromebook CX15, Chromebook CX14 এবং Chromebook Flip CX14 ল্যাপটপের দাম, প্রাপ্যতা ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে Asus Chromebook CX15, Chromebook CX14, Chromebook Flip CX14 ল্যাপটপের দাম এবং লভ্যতা

Asus Chromebook CX14 এবং Chromebook Flip CX14 মডেলকে দুটি এবং Asus Chromebook CX15 ল্যাপটপকে তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। নিচে প্রত্যেকটির দামের বিশদ দেওয়া হল

Asus Chromebook CX14

৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯০ টাকা। আবার ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের মূল্য ২০,৯৯০ টাকা।

Asus Chromebook CX15

৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ : ১৯,৯৯০ টাকা,
৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ : ২০,৯৯০ টাকা,
৮ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ : ২১,৯৯০ টাকা।

Asus Chromebook Flip CX14

৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ : ২৪৯৯০ টাকা,
৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ : ২০,৯৯০ টাকা।

আসুস ব্র্যান্ডের এই তিনটি নয়া ক্রোমবুক ল্যাপটপ ইতিমধ্যেই Asus e-Shop এবং অনলাইন শপিং পোর্টাল Flipkart -এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ।

Asus Chromebook CX15, Chromebook CX14, Chromebook Flip CX14 ল্যাপটপের স্পেসিফিকেশন

আসুস ক্রোমবুক সিএক্স১৪ এবং ক্রোমবুক সিএক্স১৫ ল্যাপটপে যথাক্রমে ১৪-ইঞ্চি এবং ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০) ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। যেখানে কিনা ক্রোমবুক ফ্লিপ সিএক্স১৪ মডেলে পাওয়া যাবে ১৪-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০ পিক্সেল) টাচস্ক্রিন৷ ভালো পারফরম্যান্স প্রদানের জন্য তিনটি ক্রোমবুকই ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি ৬০০ গ্রাফিক্স কার্ড এবং ইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসর সহ এসেছে। এই ডুয়াল-কোর প্রসেসরের ক্লক স্পিড ১.১ গিগাহার্টজ, টার্বো ক্লক স্পিড সর্বাধিক ২.৮ গিগাহার্টজ এবং ক্যাশে রয়েছে ৪এম। ক্রোমওএস চালিত আলোচ্য মডেলগুলিতে ৪ জিবি / ৮ জিবি LPDDR4 র‌্যাম এবং ৬৪ জিবি / ১২৮ জিবি eMMC অনবোর্ড স্টোরেজ মিলবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, আসুস দ্বারা লঞ্চ করা নতুন তিনটি ক্রোমবুকেই স্পিল-প্রতিরোধী কী-বোর্ড এবং ৭২০পিক্সেলের এইচডি ওয়েবক্যামে পাওয়া যাবে৷ আবার অডিও বিভাগের কথা বললে, এগুলি হেডফোন/মাইক্রোফোন জ্যাক সমর্থিত বিল্ট-ইন ডুয়াল স্পিকার সহ এসেছে। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য Asus Chromebook CX15 ল্যাপটপে ৪২Whr ক্যাপাসিটির 2S1P ২-সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে৷ আর Asus Chromebook CX14 এবং Chromebook Flip CX14 মডেল দুটিতে ৫০Whr ক্যাপাসিটির 3S1P ৩-সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকছে৷

কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে – ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ২.২, দুটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, দুটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-সি পোর্ট (সাপোর্ট ডিসপ্লে এবং পাওয়ার ডেলিভারির জন্য), মাইক্রোএসডি কার্ড রিডার স্লট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। পরিশেষে Asus Chromebook CX15 -এর ওজন ১.৮ কেজি, Chromebook CX14 -এর ওজন ১.৪৭ কেজি এবং Chromebook Flip CX14 -এর ওজন ১.৬৩ কেজি৷