সাবধান! এই ১৪টি অ্যাপ লুকিয়ে চুরি করছে আপনার অর্থ, দেখুন তালিকা

প্রায় দিনই ভুয়ো অ্যাপ্লিকেশন বা ম্যালিশিয়াস অ্যাপের কথা খবরের শিরোনামে উঠে আসে। আমাদের স্মার্টফোন ইউজারদের জন্য এই রকমের খবর বেশ খানিকটা চোখ সওয়া হয়ে গেছে। দেশের নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখতে ভারত সরকার ইতিমধ্যেই ২০০টিরও বেশি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে – এখবরও কারো অজানা নয়।

কিন্তু বেশ কয়েকদিন আগেই সিকিউরিটি কোম্পানি সোফস (Sophos), গুগলকে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের সম্পর্কে জানিয়েছে। বলা হয়েছে ওই অ্যাপগুলি ইউজারদের ব্যয়বহুল সাবস্ক্রিপশন পরিষেবার জন্য সাইন-ইন করার অনুরোধ করেছে। জানা গিয়েছে, এই ধরণের ফ্লিসওয়্যার (fleeceware) অ্যাপগুলি, অনেক সময় ইউজারদের অজান্তেই কয়েকশো ডলারের অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন কেনার চেষ্টা করে।

রিপোর্টে বলা হয়েছে, ইউজাররা ফোনের ‘ব্যাক’ বাটনটি প্রেস করলেই এই সমস্ত ভুয়ো অ্যাপ তাদের কার্যসিদ্ধি করার চেষ্টা করে। সুরক্ষা সংস্থাটি, গুগলকে এই জাতীয় অ্যাপের একটি তালিকা দিয়েছে যেখানে প্রায় ২০টি অ্যাপ্লিকেশনের নাম রয়েছে। আমরা ওই তালিকা থেকে ১৪টি অ্যাপ্লিকেশনের নাম পেয়েছি, সেগুলি এখন আপনাদের সাথে শেয়ার করব।

এই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনে থাকলে এখনই ডিলিট করুন –
১. Dynamic Wallpaper,
২. Gametris Wallpaper,
৩. MojiFont,
৪. Montage – Help you make cool videos,
৫. My Replica 2,
৬. Old Me-Simulate Old Face,
৭. Photo Converter,
৮. Prank Call,
৯. Recover deleted photos, Photo backup,
১০. Search by Image,
১১. Video Magician,
১২. Xsleep,
১৩. Zynoa Wallpaper
১৪. Compress Video.