নেটওয়ার্ক না থাকলেও হবে কল, ২০০টির বেশি ডিভাইসে সাপোর্ট করবে এয়ারটেল VoWiFi

ভয়েস ওভার ওয়াইফাই কলিং এমন একটি সুবিধা যার মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে কল করা যায়। একে VoWiFi পরিষেবা বলা হয়। কোনো জায়গায় সেলুলার নেটওয়ার্ক না থাকলেও VoWiFi পরিষেবায় কল করা সম্ভব। ভারতে VoWiFi কলিং পরিষেবা চালু করেছে জিও ও এয়ারটেল। যদিও সীমিত সংখ্যক ডিভাইসেই এই পরিষেবা উপলব্ধ। এবার Airtel ভারতে ২০০ টির বেশি ডিভাইসে এই ভয়েস ওভার ওয়াইফাই (VoWiFi) কলিং-এর ব্যবস্থা চালু করলো। দুর্বল নেটওয়ার্কে কল করার জন্য এটি সুবিধাজনক। জানিয়ে রাখি, আগে Airtel Xstream Fiber কানেকশনযুক্ত গ্ৰাহকরাই এটি ব্যবহার করতে পারত। তবে সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি ফোনে VoWiFi কলিং প্রযুক্তি যুক্ত হয়েছে। এবার আরও ফোনে এই সুবিধা পাওয়া যাবে।

Airtel VoWiFi ২০০-র বেশি ডিভাইসে

Apple iPhone 6s থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির স্মার্টফোনেই এখন এয়ারটেলের এই কলিং সম্ভব হচ্ছে। OnePlus 6, OnePlus 7 এবং OnePlus 8 ডিভাইসেও এই VoWiFi কলিং সাপোর্ট করছে। Xiaomi ডিভাইসের মধ্যে Redmi 8, 8A-তেও পাওয়া যাবে এই ফিচার। এমনকি কোম্পানির মিড ও প্রিমিয়াম ফোনেও ওয়াইফাই কলিং পরিষেবা উপলব্ধ। Samsung-এর Galaxy S10, S20, Note 10 এবং আরো কিছু ডিভাইসে Airtel VoWiFi-এর সুবিধা পাওয়া যাবে। Oppo, Vivo ও Realme-এর কিছু ফোনেও সাপোর্ট করবে এই ফিচার।

VoWiFi কি?

যারা জানেন না তাদের জানিয়ে রাখি, VoWiFi বা ভয়েস ওভার ওয়াইফাই হল VoLTE (Voice Over LTE)-এর একটি বিকল্প। কোন দুর্গম এলাকায় আপনার মোবাইল অপারেটরের নেটওয়ার্ক দুর্বল হলে আপনি VoWiFi ফিচার ব্যবহার করে কল করতে পারেন এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী ওয়াইফাই কানেকশন।

ভারতের যে কোন জায়গায় VoWiFi দিয়ে কল করা সম্ভব। যে কোনো ধরনের ওয়াইফাই কানেকশন দিয়েই VoWiFi কলিং সম্ভব। আর এর জন্য কোন অতিরিক্ত অ্যাপেরও প্রয়োজন নেই।

Airtel VoWiFi কলিং কীভাবে করবেন?

VoWiFi কলিং সক্রিয় করার জন্য প্রথমেই দেখতে হবে আপনার স্মার্টফোনটি VoWiFi কলিং সাপোর্ট করে কিনা। এরপর দেখতে হবে আপনি Airtel 4G সিম ব্যবহার করছেন কিনা, যদি আপনি 3G বা 2G সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে 4G-তে আপগ্রেড করে নিন।

এরপর দেখুন আপনার ফোনের অপারেটিং সিস্টেম লেটেস্ট ভার্সনে আছে কিনা। এরপর আপনার ফোনকে কোনো ওয়াইফাই এর সাথে সংযুক্ত করুন। কল করার সময় সবচেয়ে ভালো অভিজ্ঞতার জন্য ‘VoLTE’ এবং ‘Wi-Fi Calling’ দুটিই চালু করে রাখুন। Airtel ইউজাররা Airtel ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারেন তাঁদের ফোন VoWiFi কলিং সাপোর্ট করে কিনা।