Poco C40: স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক নয়, নয়া পোকো ফোনে থাকবে JR510 চিপসেট

স্মার্টফোন ব্র্যান্ড পোকো (Poco)-এর সি-সিরিজের স্মার্টফোনগুলি সাধারণত রেডমি (Redmi) ব্র্যান্ডের স্মার্টফোনগুলির রিব্যাজড সংস্করণ হিসেবে বাজারে আসে। গতবছর লঞ্চ হওয়া Poco C3 ফোনটি ছিল Redmi 9C-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন। আবার Poco C31 হ্যান্ডসেটটিতে প্রায় একই স্পেসিফিকেশন ও একই ধরনের ডিজাইন দেখতে পাওয়া যায়। এদিকে চলতি বছরে এই দুই উল্লিখিত ফোনের উত্তরসূরি হিসেবে Poco C4 স্মার্টফোনটি বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে এবং এটি সম্ভবত Redmi 10C/Redmi 10-এর একটি রিব্যাজড সংস্করণ হবে। এছাড়া সম্প্রতি Poco C40 নামে আরেকটি নতুন স্মার্টফোনের বিষয়ে জানতে পারা গেছে, যা এই পুরোনো রিব্যাজ স্যুটটি অনুসরণ করবে না বলেই মনে করা হচ্ছে, অর্থাৎ এই পোকো হ্যান্ডসেটটি কোনও রেডমি ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে বাজারে আসবে না।

Poco C40 হবে না Redmi ফোনের রিব্যাজড সংস্করণ

C3QP মডেল নম্বর সহ পোকো সি৪০ ফোনটি প্রথম ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়। রেডমি ১০সি ফোনটি আবার অনুরূপ মডেল নম্বর বহন করে- C3Q। তাই মনে করা হচ্ছিল, পোকো সি ৪০ মডেলটি এই ফোনের একটি রিব্যাজ সংস্করণ হবে। তবে সম্প্রতি টেক সাইট এক্সডিএ ডেভেলপারস (XDA developers)- এর এক সিনিয়র সদস্য kacskrz জানিয়েছেন যে, আপকামিং পোকো সি৪০ ফোনে রেডমি ১০সি-এর মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হবে না, এমনকি এতে মিডিয়াটেক বা ইউনিসকের চিপসেটও থাকবে না। পরিবর্তে, সি৪০-এ জেআর৫১০ (JR510) নামক একটি এন্ট্রি-লেভেল চিপসেট ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, JR510 হল চীনা সংস্থা জেএলকিউ টেকনোলজি (JLQ Technology)-এর তৈরি একটি চিপসেট। বর্তমানে এই প্রসেসরটি ট্রেসওয়েভ (Treswave) নির্মিত TW501, TW104, এবং TW502-এর মতো এন্ট্রি-লেভেল ফোনে উপস্থিত। তবে পোকো সি ৪০-এর জন্য ব্র্যান্ডের এই চিপসেটটি বেছে নেওয়া একটি অদ্ভুত পছন্দ হবে বলেই মত প্রযুক্তি মহলের অধিকাংশের।

প্রসঙ্গত, Poco C40-কে গিকবেঞ্চ ডেটাবেসে “ফ্রস্ট” (frost) কোডনেম সহ দেখা গেছে। তবে, ফোনটি এখনও প্ল্যাটফর্মের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এছাড়া, kacskrz এমআইইউআই গো (MIUI GO) কথাটিও স্পট করেছেন, যা এমআইইউআই সফ্টওয়্যার স্কিনের লাইট সংস্করণ হতে পারে। এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় যে, এমআইইউআই গো অ্যান্ড্রয়েড গো ওএস-এ কাজ করবে নাকি এটি শুধুমাত্র রেগুলার অ্যান্ড্রয়েড ওএস-এর জন্য তৈরি একটি ইউজার ইন্টারফেস হবে।

উল্লেখ্য, Poco C40 ইউরোপীয় মার্কেট সহ বিভিন্ন বাজারে উপলব্ধ বলে মনে করা হচ্ছে। যদিও এখনও এই ডিভাইসটির অন্যান্য স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ অজানাই রয়েছে।