আত্মনির্ভর ভারত : ভারতে টিভি তৈরী শুরু করছে স্যামসাং ও ওয়ানপ্লাস

বিশ্বের দুই জনপ্রিয় কোম্পানি Samsung ও OnePlus সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের বেশিরভাগ টিভি ভারতে তৈরী করবে। কারণ এখন ভারতে কোম্পানিগুলিকে টিভির মুখ্য কম্পোনেন্ট- ওপেন সেল টিভি প্যানেলের উপর কোনো শুল্ক দিতে হবেনা। ফলে কোম্পানিগুলি লাভবান হবে। পাশাপাশি সাপ্লাই চেনের সমস্যাও দূর হবে।

আসলে, ২০১৮ সালে ভারত সরকার ওপেন-সেল টিভি প্যানেলের উপর আমদানি শুল্ক আরোপ করেছিল। এই কারণে, স্যামসাং ভারতে তাদের টিভি তৈরী বন্ধ রাখে। এরপর স্যামসাং ভিয়েতনাম থেকে টিভি আমদানি করতো। তবে ২০১৯ সালে ভারত সরকার ওপেন সেল প্যানেলে আমদানি শুল্ক হ্রাস করেছে। যারপরে স্যামসাং এবং ওয়ানপ্লাস সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে টিভি তৈরী করবে।

আমরা সবাই জানি যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘আত্মনির্ভর ভারত’ গড়ার উদ্যোগ নিয়েছে এবং সমস্ত সংস্থাকে স্থানীয় উৎপাদন ও সাপ্লাই চেন স্থাপনের পরামর্শ দিয়েছে। স্যামসাং ভারতের বৃহত্তম টেলিভিশন ব্র্যান্ড। তাই তারা সরকারের সাহায্যে ফের ভারতে টিভি তৈরী শুরু করার পরিকল্পনা নিচ্ছে। জানা গেছে স্যামসাং এবং ওয়ানপ্লাস হায়দ্রাবাদে টিভি উৎপাদন করতে চাইনিজ ইলেকট্রনিক্স সংস্থা স্কাইওয়ার্থের সাথে হাত মিলিয়েছে।

ওপেন সেল টিভির এলসিডি প্যানেলের একটি প্রয়োজনীয় অংশ। টিভি তৈরির ৭০ শতাংশ খরচ এটির পিছনে হয়। স্যামসাং জানিয়েছে যে, ভারতে বিক্রি হওয়া টেলিভিশনের ৮৫-৯০% এখন ভারতে তৈরি করা হবে। Samsung এবং ওয়ানপ্লাস ছাড়াও LG, Sony, Xiaomi এবং প্যানাসনিকের মতো সংস্থাগুলি ভারতে ইতিমধ্যে টিভি তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *