Oppo Reno 6Z দুর্দান্ত সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, থাকবে Dimensity 800U প্রসেসর

গত মে মাসে চীনে লঞ্চ হয়েছে Oppo Reno 6 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ফোন এসেছে- Oppo Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro+। তবে এখন ওপ্পো এই সিরিজে আরও একটি ফোন যোগ করতে চলেছে, যার নাম Oppo Reno 6Z। আগামী ২১ জুলাই এই ফোনটি থাইল্যান্ড লঞ্চ হবে। ইতিমধ্যেই থাইল্যান্ডের অফিসিয়াল ওপ্পো ওয়েবসাইটে রেনো ৬ জেড এর জন্য একটি মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। এখান থেকে ফোনটির মুখ্য স্পেসিফিকেশন সামনে এসেছে।

Oppo Reno 6Z ২১ জুলাই লঞ্চ হচ্ছে

মাইক্রো সাইট অনুযায়ী, ওপ্পো রেনো ৬ জেড আগামী ২১ জুলাই স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে লঞ্চ হবে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ইউ প্রসেসর। এই একই প্রসেসর সহ আমরা Vivo V21, Realme Narzo 30 Pro কে লঞ্চ হতে দেখেছি। আবার ওপ্পো রেনো জেড ৬ ফোনটি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

Oppo Reno 6Z এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কিছুদিন আগে টিপস্টার অভিষেক যাদব ওপ্পো রেনো ৬ জেড ফোনটির স্পেসিফিকেশন ফাঁস করেছিল। তার দাবি এই ফোনে কর্নি গরিলা গ্লাস ৫ প্রটেকশন ও ৬০-৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালার ওএস ১১.১ কাস্টম রম সহ চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 6Z ফোনে থাকতে পারে ৪,৩১০ এমএএইচ ব্যাটারি। ফোনটির পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন