নতুন আঙ্গিকে Yamaha RX100 এর লঞ্চ নিশ্চিত, লেজেন্ডের প্রত্যাবর্তন কি ইলেকট্রিক অবতারে?

Yamaha RX100 এর স্মৃতি আজও ভারতবাসীর মনে অমলিন। কালের যাত্রাপথে দু’দশকের বেশি সময় আগে এই টু-স্ট্রোক মোটরসাইকেলের চাকা থমকে গেলেও অনেকেই সযত্নে তাদের গ্যারাজে রেখে দিয়েছেন কিংবদন্তীকে। সম্প্রতি ইয়ামাহার ভারতীয় শাখার চেয়ারম্যান ইঙ্গিত করেছেন, ভবিষ্যতে ভারতবাসীর মনের খুব কাছের এই বাইক নবকলেবরে ফেরাবেন তারা। একইসাথে গুঞ্জন শুরু হয়েছে, নতুন ইঞ্জিনের সাথে লেজেন্ডের প্রত্যাবর্তন হবে, নাকি ভোল বদলে পুরোপুরি ইলেকট্রিক অবতারে ফিরবে Yamaha RX100

নতুন আঙ্গিকে লঞ্চের জন্য অবশ্য এখনও বছর চারেক অপেক্ষা করতে হবে। কারণ ২০২৬-এর আগে নতুন RX100 বাজারে আসার সম্ভাবনা নেই। ফলে ২০২৬ এ দাঁড়িয়ে এর ১০০ সিসি সংস্করণ লঞ্চ করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে নয়া অবতারে মোটরবাইকটি পেট্রলের মতো প্রথাগত জ্বালানির বদলে বৈদ্যুতিক শক্তিতে চলবে বলে জল্পনা শুরু হয়েছে।

২০২৬ সাল আসতে এখনো বেশ খানিকটা দেরি আর তার মধ্যেই দু’চাকা গাড়ি শিল্প এবং কার্বন নিঃসরণ নীতি বহুলাংশে পাল্টে যাবে। এমনকি RDE (Real Driving Emissions) আগামী বছর থেকেই ভারতে চালু হচ্ছে। এই নীতি অনুযায়ী পরীক্ষাগারের পাশাপাশি বাস্তবিক পরিস্থিতির সমস্ত যানবাহনের ইঞ্জিনকে নির্গমনের মাত্রা মেনে চলতে হবে। আবার ওই সময়ের মধ্যে ভারত স্টেজ নির্গমন বিধির সপ্তম ধাপ অর্থাৎ BS7 চালু হবে। ফলে গাড়ি তৈরির ক্ষেত্রে কড়াকড়ি আরও বাড়বে। আর কঠোর নিয়ম মোতাবেক কম ক্ষমতার ইঞ্জিন তৈরি করাটা যথেষ্ট খরচ সাপেক্ষ।

এছাড়াও, Yamaha RX100 তার টু-স্ট্রোক ভার্সনে অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে অগণিত মানুষের হৃদয় জয় করে রয়েছে। ফলে বর্তমান বা আগামীতে আসতে চলা নিঃসরণ বিধি অনুসরণ করে সেই সাফল্যের পুনরাবৃত্তি করা কার্যত অসম্ভব। ইয়ামাহা তাদের কারিগরি দক্ষতা দিয়ে চেষ্টা করলেও কার্যদক্ষতা ও দামের সাথে আপোস করতে বাধ্য হবে।

এই সমস্ত কারণে ভবিষ্যতে বাজার ঝুঁকবে বৈদ্যুতিক যানবাহনের দিকে। প্রথাগত জ্বালানিতে চলা বাইক বা স্কুটার ভ্যালু ফর মানি পারফরম্যান্স দিতে অসমর্থ হবে। ইলেকট্রিক ভেহিকেল মার্কেট যত প্রসারিত হবে, এর প্রধান উপকরণ লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কমতে থাকবে। ফলে আরও সস্তা হয়ে উঠবে ই-বাইক। তখন ইয়ামাহার পক্ষে RX100 নাম দিয়ে পারফরম্যান্স প্যাকড ইলেকট্রিক মডেল লঞ্চ করা আরও সহজতর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। যেমন বাজাজ তাদের চেতক স্কুটারের সঙ্গে করেছে। কিন্তু ইয়ামাহা কিংবদন্তী ওই নামের প্রতি কতটা সুবিচার করতে পারে, এখন সেটাই দেখার।