মাত্র ২ হাজার টাকায় হবে Nothing Phone 2 এর প্রি-অর্ডার, রয়েছে আকর্ষণীয় অফার, তারিখ জানালো Flipkart

Nothing Phone (2) প্রি-অর্ডার করা যাবে আগামী ২৯ জুন, রাত ১২ টা থেকে

নাথিং গতবছর জুলাই মাসে তাদের সর্বপ্রথম স্মার্টফোন হিসাবে, Nothing Phone (1)-এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। এখন ব্র্যান্ডটি তাদের দ্বিতীয় প্রজন্মের ফোনটির লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই জানা গেছে যে, বহুল প্রত্যাশিত Nothing Phone (2) আগামী ১১ জুলাই ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে, ব্র্যান্ডটি এখন ভারতীয় গ্রাহকদের জন্য Nothing Phone (2)-এর প্রি-অর্ডারের তারিখ নিশ্চিত করেছে। এই হ্যান্ডসেটের জন্য তৈরি মাইক্রোসাইটে ফ্লিপকার্ট (Flipkart) প্রি-অর্ডারের সময়সূচী প্রকাশ করেছে।

Nothing Phone (2)-এর প্রি-অর্ডার শুরু হচ্ছে চলতি সপ্তাহেই

নাথিং ফোন (২) প্রি-অর্ডার করা যাবে আগামী ২৯ জুন, রাত ১২ টা থেকে। যারা স্মার্টফোনের প্রি-অর্ডার করবেন তারা কিছু বিশেষ অফারের জন্য যোগ্য হবেন। আজ্ঞে হ্যাঁ! নাথিং ফোন (২) প্রি-অর্ডার করার সময় স্টক থাকা পর্যন্ত নাথিং ইয়ার (স্টিক) ইয়ারবাডের ওপর ৫০% ছাড় সহ কিছু আকর্ষণীয় অফার মিলবে। এছাড়াও, ক্রেতারা নাথিং অ্যাক্সেসরি প্যাকেজে ৫০% ছাড় পেতে পারেন। তার ওপর, লিডিং ব্যাঙ্কগুলির গ্রাহকদের জন্য উপলব্ধ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অপশন তো রয়েছেই৷ অফারগুলি প্রকাশ করার পাশাপাশি, নাথিং প্রি-অর্ডার করার সম্পূর্ণ প্রক্রিয়াটিও স্পষ্ট করেছে।

Nothing Phone (2) কীভাবে প্রি-অর্ডার করবেন

  • ২৯ জুন দুপুর ১২ টার পর ফ্লিপকার্টের প্রি-অর্ডার পেজে গিয়ে ২০০০ টাকা দিয়ে ফোনটি সংরক্ষণ করতে হবে। জমা দেওয়া অর্থটি রিফান্ডেবল।
  • ১১ জুলাই রাত ৯ টা থেকে ২০ জুলাই রাত ১১:৫৯-এর মধ্যে আবার ওই পেজে ফিরে আসতে হবে।
  • ফোনের স্টোরেজ ভ্যারিয়েন্ট পছন্দ করতে হবে।
  • অবশিষ্ট মূল্য পরিশোধ করে এবং প্রি-অর্ডার অফার সহ অর্ডার দাবি করতে হবে।
  • প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করার পর সেল শুরু হওয়ার আগেই ওই গ্রাহক তার অর্ডার করা নাথিং ফোন (২) হাতে পাবেন।

Nothing Phone (2)-এর ওপেন সেল আগামী ২১ জুলাই থেকে শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। ফোনটি প্রি-অর্ডার করার উপযুক্ত কিনা, তা নির্ধারণ করতে আসুন এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Nothing Phone (2)-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন Nothing Phone (2)-এ ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। নিরাপত্তার জন্য এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি নাথিং ওএস ২.০ (Nothing OS 2.0) কাস্টম ইউজার ইন্টারফেসে চলবে, যেটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে তৈরি। উল্লেখযোগ্যভাবে, Phone (2) ব্যবহারকারীরা তিন বছরের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন বলে নাথিংয়ের তরফে নিশ্চিত করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য, Nothing Phone (2)-এ থাকবে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। মসৃণ কর্মক্ষমতার জন্য প্রসেসরটির সাথে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nothing Phone (2) বড় ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। তবে, এর ফাস্ট চার্জিং ক্ষমতা এবং ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কিত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।