ঝটকা খেল Samsung, লঞ্চের আগেই Galaxy F54 5G ফোনের ছবি সহ ফিচার ও দাম ফাঁস

Samsung Galaxy F54 5G স্মার্টফোনটি ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২-মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে

দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট Samsung খুব শীঘ্রই তাদের Galaxy F-সিরিজের অধীনে একটি নতুন 5G-এনাবল হ্যান্ডসেট ভারতে লঞ্চ করতে চলেছে। Samsung Galaxy F54 5G নামের এই স্মার্টফোনের ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। জানা গেছে, এই ডিভাইসটি ইন-হাউস অক্টা-কোর এক্সিনস প্রসেসর দ্বারা চালিত হবে এবং ২৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এখন আবার আরেকটি নতুন রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যা মূলত আসন্ন Samsung স্মার্টফোনের রেন্ডার এবং কালার ভ্যারিয়েন্ট সংক্রান্ত বিবরণ ফাঁস করেছে। যারপর আমরা নিশ্চিত Samsung Galaxy F54 5G মডেলটি চলতি বছরের প্রথমার্ধে আত্মপ্রকাশ করা Galaxy M54 5G ফোনের রিব্যাজড সংস্করণ হিসাবে আসবে।

আসন্ন স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি স্মার্টফোনের রেন্ডার ইমেজ ফাঁস করার নেপথ্যে আছে গ্যাজেট ডিসকভারি সাইট 91Mobiles। ফাঁস হওয়া ছবি অনুসারে, গ্যালাক্সি এফ-সিরিজের এই ফোনটি গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশিং সহ ডার্ক ব্লু এবং সিলভার কালার ভ্যারিয়েন্টে আসবে। ডিভাইসের ব্যাক প্যানেলের উপরিভাগে বাম কোণে সিলভার রিং পরিবেষ্টিত সামান্য উত্থিত বৃত্তাকার মডিউল বিদ্যমান থাকবে, যার মধ্যে তিনটি রিয়ার ক্যামেরাকে উল্লম্বভাবে অবস্থান করতে দেখা গেছে। আবার সেন্সরগুলির ঠিক পাশেই এলইডি ফ্ল্যাশ রয়েছে।

ক্যামেরা বিভাগের কথা যখন উঠলোই, তখন জানিয়ে রাখি Samsung Galaxy F54 5G স্মার্টফোনটি ১০৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২-মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এছাড়া আশা করা হচ্ছে যে, এই রিয়ার ক্যামেরা ইউনিট ‘অপ্টিমাইজড ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (OIS), নাইটগ্রাফি এবং অ্যাস্ট্রোল্যাপসের মতো ফিচার সাপোর্ট করবে।

রেন্ডারে ইমেজে, আলোচ্য স্যামসাং স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ঠিক মধ্যিখানে ব্র্যান্ড লোগো লক্ষ্যণীয়। আবার হ্যান্ডসেটের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার রয়েছে। এদিকে নিরাপত্তা প্রদানের জন্য ডিভাইসের পাওয়ার বাটনের মধ্যেই সম্ভবত সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড থাকবে।

যাইহোক, ফোনটির সামনের প্যানেলের ডিজাইন কিরকম হবে তা এখনো অজানা। তবে এই হ্যান্ডসেটের ডিসপ্লেটি পাতলা বেজেল পরিবেষ্টিত হবে এবং এর ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের হবে বলে মনে করা হচ্ছে। যার কাটআউটের মধ্যে ৩২-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করতে পারে।

পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, আপকামিং Samsung Galaxy F54 5G স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে। পারফরম্যান্সের জন্য এতে সংস্থার নিজেস্ব অক্টা-কোর এক্সিনস ১৩৮০ ৫জি (Exynos 1380 5G) চিপসেট ব্যবহার করা হবে। আবার স্টোরেজ হিসাবে এই ফোনে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম মিলবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ২৫ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডুয়াল-সিমের Galaxy F54 5G হ্যান্ডসেটটি সম্ভবত একটি হাইব্রিড সিম স্লট এবং ওয়াই-ফাই ৬ কানেকশন সমর্থন করবে।

স্যামসাং ভারতের বাজারে তাদের আসন্ন এফ-সিরিজ স্মার্টফোনের বিক্রয় মূল্য কত রাখবে তা এখনো জানায়নি। তবে মনে করা হচ্ছে, এদেশে ডিভাইসটির দাম ৩৩,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে। আবার আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Samsung Galaxy F54 5G -এর দাম ২৬,০০০ টাকা থেকে ২৭,০০০ টাকার মধ্যে রাখা হবে। আর সাম্প্রতিক একটি লিক অনুসারে, উক্ত ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের সাথে আসবে। যার মধ্যে ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত হাই-এন্ড মডেলটিকে ৩৫,৯৯৯ টাকায় লঞ্চ করা হবে।