Redmi Note 11 সিরিজ 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, কুড়ি মিনিটে ব্যাটারি ফুল চার্জ!

আগামী বছর Redmi Note সিরিজে দেখা যাবে বড় আপগ্রেড। হাই-এন্ড চার্জিং সিস্টেম মূলত ফ্ল্যাগশিপ শ্রেণীর স্মার্টফোনেই সীমাবদ্ধ ছিল। তবে Redmi Note সিরিজের হাত ধরে এবার হাই-এন্ড চার্জিং সিস্টেম মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে প্রবেশ করবে বলে শোনা যাচ্ছে জল্পনা। আগামী বছর Redmi Note 11 সিরিজের হাত ধরে আসবে এই যুগান্তর। এই সিরিজের সবচেয়ে অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের সাথে এন্ট্রি নিতে পারে বলে দাবি করেছে জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন।

স্মার্টফোনের ব্যাটারি কতটা দ্রুত সময়ে শূন্য থেকে শতভাগ চার্জ করা যায়, তা নিয়ে চীনা সংস্থাগুলি বরাবরই প্রতিযোগিতায় নামে। ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের কথা বললে খুব সংখ্যক স্মার্টফোন ব্র্যান্ডের হাতেই এই প্রযুক্তি রয়েছে। শাওমি ও ভিভোর কাছে স্মার্টফোন দ্রুত চার্জ করার ক্ষেত্রে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম বর্তমান। তবে ভিভোর প্রযুক্তিটি কেবলমাত্র চীনের বাজারে সীমাবদ্ধ। সেখানে শাওমি তাদের 11T সিরিজ লঞ্চের মাধ্যমে ১২০ ওয়াট চার্জিং সিস্টেমকে বিশ্ববাজারে এনেছে। এবার এটি আপকামিং রেডমি নোট ১১ সিরিজে যুক্ত হওয়ার পথে।

গত মার্চে ভারতে Redmi Note 10 সিরিজ লঞ্চ হয়েছিল। পরে এই সিরিজে আরও দু’টি হ্যান্ডসেট ভারতীয় বাজারে আসে। Redmi Note 10-এর সাক্সেসর হিসেবে Note 11 সিরিজ আগামী বছর একই সময়ে এ দেশে লঞ্চ হবে বলে ধরে নেওয়া যায়। ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, এই সিরিজের দুই টপ-এন্ড ভ্যারিয়েন্টের প্রধান ফিচার  হিসেবে ১২০ ওয়াট চার্জিং সিস্টেম দেখা যেতে পারে। এতএব শাওমির দ্রুততম চার্জিং ব্যবস্থার সাথে Note 11 Pro ও Note 11 Pro Max আত্মপ্রকাশ করতে পারে।

শাওমির ১২০ ওয়াট চার্জিং সিস্টেম ফোন কতটা দ্রুত চার্জ হবে জানতে চান? ধরে নিন ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,০০০ এমএএইচ। তাহলে শাওমির ১২০ ওয়াট চার্জিং ব্যবস্থায় সেটি ২০ মিনিটের মধ্যেই শূণ্য থেকে শতভাগ চার্জ হয়ে যাবে!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন