iPhone 13 সিরিজ নিয়ে ছড়িয়ে পড়ছে ভুল তথ্য, টিপস্টারদের কড়া বার্তা Apple-এর

পণ্য সম্পর্কে তথ্য ফাঁস রুখতে কড়া পদক্ষেপের পথে অ্যাপল (Apple)। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে তথ্য ফাঁসকারীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। জনসমক্ষে আসার আগে তাদের কোনো পণ্য সম্পর্কে ভুয়ো খবর ছড়ানোর ফলে যে আদতে ব্যবসা এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, সেটা সংস্থাটি মনে করিয়ে দিয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনাকে রুখতে তারা প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করবে বলেও অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিপস্টারদের উদ্দেশ্যে কড়া বার্তা Apple-এর

আসলে সমস্যা নতুন নয়। বাজারে আসার আগে যে কোন পণ্য সম্পর্কে মানুষের মধ্যে জোর চর্চা চলা অত্যন্ত স্বাভাবিক। বিশেষ করে পণ্য যদি স্মার্টফোন, ল্যাপটপ বা অন্য কোন ইলেক্ট্রনিক্স দ্রব্য হয়, তবে তা নিয়ে চর্চার পরিমাণ বাড়ে। তবে কিছু ক্ষেত্রে মানুষের উৎসাহ সত্যিই মাত্রাছাড়া রূপ নেয়। আবার জনপ্রিয় টিপস্টারেরা আসন্ন পণ্যের বিষয়ে নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই জল্পনা গড়ে তোলেন। কিছু ক্ষেত্রে তাদের সংবাদের সত্যতা প্রমাণিত হয়। আবার অনেক সময় আমরা প্রচারিত খবরটি মিথ্যে বা ভুল হতেও দেখি। এই ধরনের ভুল তথ্য প্রকাশের ফলে ক্ষতি হয় বাণিজ্যের, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন বহু মানুষ, অন্তত Apple তেমনটাই দাবী করেছে।

সম্প্রতি একজন চীনা টিপস্টার Apple-এর আসন্ন iPhone 13 সিরিজের বেশ কিছু বিশেষত্ব সামনে নিয়ে আসে। এই ঘটনার কারণেই মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি ক্ষুণ্ণ হয়। কারণ সঠিক না জেনে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে যা খুশি তাই প্রকাশ করা সাধারণ অপরাধ মাত্র নয়, একইসাথে তা বেআইনী। ফলে উল্লেখিত চীনা টিপস্টারকে তড়িঘড়ি চিঠি পাঠিয়ে Apple তাকে সতর্ক করে। এই সূত্রে একইসাথে তারা অন্যান্য তথ্য ফাঁসকারীদের উদ্দেশ্য সাবধান বার্তা প্রেরণ করে।

এবার প্রশ্ন এই যে চিঠির মাধ্যমে Apple ঠিক কি বক্তব্য তুলে ধরতে চেয়েছে? প্রথমত, ভুয়ো খবর ছড়ানোর ক্ষেত্রে সংস্থাটি তাদের আপত্তির কথা জানিয়েছে। দ্বিতীয়ত, এই ধরণের কাজ ব্যবসা-অর্থনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, সংস্থাটি তা ব্যক্ত করেছে। তারা মনে করিয়ে দিয়েছে যে ভুল তথ্য পরিবেশনের ফলে Apple ডিভাইসের উপযোগী সরঞ্জাম প্রস্তুতকারীরা অনেক সময় বিপাকে পড়তে পারেন। পণ্য সামনে আসার আগেই ভুয়ো তথ্যের ভিত্তিতে তৈরী সরঞ্জাম পরবর্তীকালে আসল ডিভাইসের পক্ষে অনুপযোগী হতে পারে। এর ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন সেই সাধারণ মানুষ। তাছাড়া বৃহত্তর ক্ষেত্রে তথ্য ফাঁসের মতো কাজ মূল সংস্থার অগ্রগতির বিরুদ্ধেও প্রতিবন্ধকতা তৈরি করে। তাই কাজগুলিকে Apple বেআইনী এবং অপরাধমূলক আখ্যা দিয়েছে।

অবশ্যই এই প্রথম নয়, এর আগেও Apple তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছিল। এমনকি তথ্য ফাঁস রুখতে সংস্থাটি একবার তার কর্মীদের পুলিশ গ্রেড বডি ক্যামেরা ব্যবহারের পরামর্শ দেয়। এছাড়া পরিচিত টিপস্টারদের প্রতি সংস্থার আইনি নোটিশ প্রেরণের নজির রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন