ভারতীয়রা বিনামূল্যে কনটেন্ট উপভোগ করতে চায়! এদেশে সংস্থার আয় কমায় ক্ষুব্ধ Netflix-এর সিইও

গত বছর অর্থাৎ ২০২১ সালে ‘স্কুইড গেম’ (Squid Game)-এর মত শো বিশ্বব্যাপী সাড়া ফেললেও, বছরের শেষ ত্রৈমাসিকে বাজারে নিজের নেতৃত্ব বজায় রাখতে প্রতিযোগী স্ট্রিমিং সংস্থাগুলির সাথে বেশ কঠোর প্রতিযোগিতা চালিয়েছে Netflix (নেটফ্লিক্স)। অন্তত সাম্প্রতিক রিপোর্ট তাই বলছে! টেকক্রাঞ্চের প্রতিবেদন এবং সংস্থার সিইও রিড হেস্টিংসের বক্তব্য অনুযায়ী, ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকে মাত্র ৮.৩ মিলিয়ন গ্রাহক (অন্যান্যবারের অনুপাতে কম) যোগ করেছে। শুধু তাই নয়, ২০১৫ সালের পরবর্তী সময়ের মধ্যে এই প্রথমবার গত বছরে আমেরিকান স্ট্রিমিং সার্ভিসটি গ্রাহক বৃদ্ধির নিম্নমুখী প্রবণতাকে চিহ্নিত করেছে। এক্ষেত্রে সংস্থার সাবস্ক্রিপশনের হার ৫০% কমেছে বলে জানা গেছে।

কমেছে Netflix-এর মার্কেট ভ্যালু ও শেয়ার

শুধু সাবস্ক্রিপশনের হার নয়, ২০২১ সালের চতুর্থ কোয়ার্টারে নেটফ্লিক্সের মার্কেট শেয়ার ২০% হ্রাস পেয়েছে। এতে সংস্থার বাজার মূল্য বা মার্কেট ভ্যালুও ৪৫ বিলিয়ন কমেছে। উল্লেখ্য, নেটফ্লিক্সের বর্তমানে প্রায় ২২২ মিলিয়ন মোট গ্রাহক রয়েছে। যদিও Hulu, Disney+Hotstar এবং ESPN+ এর মতো অন্যান্য সংস্থাগুলি যেভাবে গ্রাহক বাড়াতে অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন অফার দিচ্ছে, তাতে সংস্থার মার্কেট ভ্যালু ও সাবস্ক্রাইবার বেস বাড়াতে যে বেগ পেতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

তবে নেটফ্লিক্স যে চেষ্টার কোনো ত্রুটি রাখছে তা কিন্তু নয়। সংস্থাটি গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় সাবস্ক্রিপশনের দাম বাড়ানোর পরিকল্পনা করলেও, ভারতে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টায় সাবস্ক্রিপশন খরচ কমিয়ে চলেছে। কিন্তু এরপরও এদেশে সংস্থার আয় কমায় সিইও জানিয়েছেন, ভারতীয় ইউজাররা ফ্রিতে বিনোদন খুঁজে অন্যান্য মাধ্যমগুলি থেকে নেটফ্লিক্সের শো উপভোগ করে,‌ তারা পেমেন্ট করতে পছন্দ করে না।

Netflix-এর জোড়া নয়া উদ্যোগ

উল্লেখ্য, নিজের আয় বাড়াতে নেটফ্লিক্স সম্প্রতি নিজের প্ল্যাটফর্মে গেমিং ফিচার আনার চেষ্টা করছে। শুধু তাই নয়, সংস্থাটি গত মাসে টুডুম (Tudum) নামে একটি ওয়েবসাইট চালু করেছে, যা প্ল্যাটফর্মের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানাবে।