১৭ ডিসেম্বর ভারতে আসছে Redmi 9 Power, থাকবে ৬০০০ mAh ব্যাটারি

আগামী ১৭ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Redmi 9 Power। কয়েকদিন ধরে টিজার ও লিক সামনে আসার পর অবশেষে Redmi India এর তরফে আজ টুইট করে জানানো হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর রেডমি ৯ পাওয়ার কে ভারতে আনা হবে। জানিয়ে রাখি এই ফোনটি কিছুদিন আগে চীনে লঞ্চ হওয়া Redmi Note 9 4G এর রিব্রান্ডেড ভার্সন হবে। ভারতে রেডমি ৯ পাওয়ার ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আসবে।

Redmi 9 Power এর লঞ্চ ইভেন্ট

Redmi India এর তরফে টুইট করে জানানো হয়েছে ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় রেডমি ৯ পাওয়ার কে ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির ইউটিউব চ্যানেলে ছাড়াও সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই ইভেন্ট দেখা যাবে। টুইটে রেডমি ফোনটির জন্য PowerPack হ্যাশট্যাগ ব্যবহার করেছে। অর্থাৎ স্পষ্ট Redmi 9 Power শক্তিশালী ব্যাটারি সহ আসবে।

Redmi 9 Power এর দাম

কোম্পানির তরফে রেডমি ৯ পাওয়ার এর দাম কত হবে তা এখনও জানানো হয়নি। তবে চীনে Redmi Note 9 4G এর দাম শুরু হয়েছে ৯৯৯ ইউয়ান থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,২১৬ টাকা। সেহেতু রেডমি ৯ পাওয়ার ভারতেও ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যে আসবে। Redmi Note 9 4G ফোনটি স্মোক ওয়েভ ব্লু, মিস্ট্রি গ্রীন ও ফেদার ব্ল্যাক (ট্রান্সলেট) কালারে লঞ্চ হয়েছিল।

Redmi 9 Power এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

যেহেতু আগেই বলেছি রেডমি ৯ পাওয়ার আসলে Redmi Note 9 4G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, তাই এদের স্পেসিফিকেশনে খুব বেশি পরিবর্তন আমরা দেখবো না। সেহেতু Redmi 9 Power ফোনটি ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১০ নির্ভর এমআইইউআই ১২ অপারেটিং সিস্টেম,  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও  ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।