iPhone 15 সিরিজকে টেক্কা দিতে কোমর বাঁধছে Google, অক্টোবরের প্রথমেই আসছে Pixel 8 ও Pixel 8 Pro

গুগল তাদের Pixel সিরিজের অধীনে Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোনগুলি বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। কোম্পানির এই দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন অক্টোবরের শুরুতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। তবে লঞ্চের আগেই এখন, Pixel 8 Pro মডেলটিকে আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা ডিভাইসটির সম্পর্কে বেশি কিছু তথ্য প্রকাশ করেছে।

Google Pixel 8 Pro-কে IMDA-তে দেখা গেছে

গুগলের আসন্ন পিক্সেল ৮ সিরিজের টপ-এন্ড প্রো ভ্যারিয়েন্টটি সিঙ্গাপুরের সার্টিফিকেশন ওয়েবসাইট, আইএমডিএ (IMDA)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। যেখানে ডিভাইসটিকে GC3VE মডেল নম্বর সহ দেখা গেছে ডেটাবেসটি নিশ্চিত করেছে যে, পিক্সেল ৮ প্রো ৩জি, ৪জি এবং ৫জি নেটওয়ার্কের সাপোর্ট সহ আসবে। এছাড়া এটি ওয়াইফাই, ব্লুটুথ, আল্ট্রা ওয়াইড ব্র্যান্ড (UWB), ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার (WPT) এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট করবে। স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে সাইটে কোন তথ্য উল্লেখ করা হয়নি। তবে ইতিমধ্যেই বিভিন্ন সূত্র ফোনটির বেশিরভাগ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Google Pixel 8 Pro-এর স্পেসিফিকেশন

শোনা যাচ্ছে, গুগল পিক্সেল ৮ প্রো-এ লম্বা ৬.৭ ইঞ্চির এলটিপিও ডিসপ্লে থাকবে, যা কিউএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি Tensor G3 চিপসেটের সাথে আসবে, যা ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এই প্রসেসরটি তার পূর্বসূরির তুলনায় বিভিন্ন আপগ্রেড অফার করবে এবং Tensor G2-এর থেকেও আরও ভালো তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Google Pixel 8 Pro-এর পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৬৪ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে সম্ভবত একটি ১১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Google Pixel 8 Pro-কে ৪,৯৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি শক্তি যোগাতে পারে, যা ২৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।