রান্নায় বা পরিষ্কারে ঝামেলা নেই! 50 শতাংশের বেশি ছাড়ে মিলছে এই 5টি Induction Cooktop

Induction cooker under 5000: জ্বালানির ধোঁয়ায় চোখ-মুখ পুড়িয়ে রান্না করার দিন আর নেই বললেই চলে! শহর হোক বা গ্রাম, অধিকাংশ বাড়িই বিগত এক দশকেরও বেশি সময় ধরে গ্যাস ওভেনের মাধ্যমে মনের মতো খাবার বানিয়ে আসছেন। আবার সাম্প্রতিক সময়ে জ্বালানি খরচ, সময় বাঁচিয়ে নিরাপদে রান্না করার জন্য অনেকেই ইন্ডাকশন কুকার ব্যবহার করে রান্নাঘরকে আধুনিক করে তুলেছেন। সেক্ষেত্রে আপনিও যদি এখন হাত না পুড়িয়ে স্মার্টভাবে চটজলদি রান্না করতে একটি নতুন ইন্ডাকশন কুকটপ কিনতে চান, তাও আবার ৫,০০০ টাকার কম খরচে – তাহলে আপনার জন্য আজ রয়েছে সেরা পাঁচটি বিকল্পের সন্ধান। আসলে বর্তমানে Amazon Great Indian Festival Sale-এর Finale Days পর্ব চলছে, যেখানে একাধিক প্রোডাক্টের পাশাপাশি ইন্ডাকশন কুকটপও সস্তায় কেনার জন্য উপলব্ধ। এরকমই পাঁচটি সেরা অফারের কথা আমরা এই প্রতিবেদনে শেয়ার করব, যেখানে ইন্ডাকশন কিনে আপনি সেগুলিতে বিভিন্ন রান্নার প্রিসেট মেনু পাবেন এবং কম বিদ্যুৎ খরচ করে বা সুবিধা অনুযায়ী ভোল্টেজ অ্যাডজাস্ট করে রান্না করতে পারবেন। এই অ্যাপ্লায়েন্সগুলি খুব সহজেই পরিষ্কারও করা যাবে।

Amazon-এ ব্যাপক সস্তায় মিলছে এই ৫টি ইন্ডাকশন কুকটপ

১. Lifelong 2000 Watt Induction Cooktop: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ইন্ডাকশন কুকটপটি ৪,৫০০ টাকার ১,২৯৯ টাকায় কেনা যাবে।

এটি ২,০০০ ওয়াট শক্তিসম্পন্ন সেরা ইন্ডাকশন কুকটপ, যাতে অটো শাট অফ ফাংশন, অটোমেটিক স্ট্যান্ডবাই ফাংশনের মতো ফিচার রয়েছে।

২. Prestige IRIS ECO 1200 W Induction Cooktop: এটি কিনতে খরচ হবে ১,৩৯৯ টাকা, এমনিতে এর মূল্য ২,৯৯৫ টাকা।

তালিকার এই মডেলটি একটি বেস্ট সেলার ইন্ডাকশন কুকটপ যাতে কম বিদ্যুৎ খরচ হয়। এর ক্ষমতা ১,২০০ ওয়াট এবং এতে চা থেকে পরোটা পর্যন্ত প্রায় সব ধরনের ভারতীয় খাবার তৈরি করা যায়।

৩. Pigeon By Stovekraft Induction Cooktop: এর দাম ৩,৫৯৫ টাকা হলেও এখন সেলে এটি ১,৭৪৯ টাকায় মিলছে।

এই ইন্ডাকশন কুকটপের ক্ষমতা ১,৮০০ ওয়াট এবং এতে ৮টি মেনু, এলইডি (LED) ডিসপ্লে, ১.২৫ মিটার দৈর্ঘ্যের কর্ড পাওয়া যাবে। এটি ১ বছরের ওয়ারেন্টির সাথে আসে।

৪. Elicacy Premium 2000W Induction Cooktop: অ্যামাজন এই ইন্ডাকশন কুকটপটি ৪,৭৯৯ টাকার বদলে ২,১৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে।

এটি লেটেস্ট টেকনোলজিবিশিষ্ট একটি ইনফ্রারেড ইন্ডাকশন কুকটপ, যার শক্তি ২,০০০ ওয়াট। এতে টাচ স্ক্রিন কন্ট্রোল ফাংশন, ৪ ঘন্টা পর্যন্ত সময়ের টাইমার, প্যান ডিটেকশন সেন্সর ইত্যাদি পাওয়া যাবে।

৫. Philips Viva Collection Induction Cooktop: ৫,৯৯৫ টাকার এই ব্র্যান্ডেড মডেলটি এখন পাবেন ২,৮৯৯ টাকায়।

২,১০০ ওয়াট কয়েলযুক্ত এই ইন্ডাকশনটি কয়েক মিনিটের মধ্যে খাবার সম্পূর্ণরূপে রান্না করতে দেয়। এটি ব্যবহার করা এবং পরিষ্কার করা অনেক সহজ। এতে আছে কুকিং টাইমারও।