Vivo Y21T ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, লঞ্চের আগে ফাঁস সমস্ত স্পেসিফিকেশন

ভিভো তাদের ‘Y’ সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y21T ভারতে শীঘ্রই লঞ্চ করতে চলেছে। আশা করা হচ্ছে আগামী ৩ জানুয়ারি ভারতে এই ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। সম্প্রতি এই ফোনের রেন্ডারও প্রকাশ্যে এসেছে, যার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে ধারণা মিলেছে। আর এখন সংস্থার তরফে প্রকাশ করার আগেই Vivo Y21T স্মার্টফোনের একটি প্রোমোশনাল পোস্টার ফাঁস হয়েছে। প্রকাশ্যে আসা পোস্টারটি থেকে বিস্তারিত ভাবে এই ফোনের স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জানতে পারা যাচ্ছে। Vivo Y21T ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Vivo Y21T ফোনের স্পেসিফিকেশন ফাঁস

ফাঁস হওয়া পোস্টার অনুযায়ী, ভিভো ওয়াই২১টি ফোনে থাকতে পারে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ (২,৪০৮× ১,০৮০ পিক্সেল) এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হতে পারে ৯০.৬ শতাংশ।

ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই২১টি ফোনের ব্যাক প্যানেলে দেওয়া হবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে দেখা যেতে পারে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আবার ফোনের সামনে ওয়াটার ড্রপ নচের ভেতর সেলফি ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ভিভোর ‘ওয়াই’ সিরিজের এই নতুন স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং এই ফোনটি আসতে পারে ৪ জিবি র‍্যাম (সাথে অতিরিক্ত ১ জিবি ভার্চুয়াল র‌্যাম) ও ১২৮ জিবি স্টোরেজ সহ। আবার মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে Vivo Y21T ফোনের স্টোরেজ সম্প্রসারণ করা যেতে পারে। এছাড়া এই স্মার্টফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচওএস ১২ (FunTouch OS 12) কাস্টম স্কিনে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে। Vivo Y21T স্মার্টফোনটির পরিমাপ ১৬৪.২৬× ৭৬.০৮× ৮ মিলিমিটার ও ওজন ১৮২ গ্রাম হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি ভিভোর এই নতুন ফোনের যে রেন্ডারগুলি সামনে এসেছে, সেগুলি দেখে মনে হচ্ছে এই ফোনটির ডিজাইন Vivo Y33s এর মতো হবে। তবে ফিচারের দিক থেকে পার্থক্য থাকতে পারে।