Top Selling Car: নতুন গাড়ি কিনতে যাচ্ছেন? এই গাড়িগুলো বিশাল বিক্রি হচ্ছে, রইল লিস্ট

অতিমারী পরবর্তী সময়ে রাস্তায় গণপরিবণে ব্যবহৃত যানবাহন যেমন – বাস, অটো ইত্যাদির সংখ্যা কমার পাশাপাশি লাফিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহন কেনার হিরিক। আসলে গাড়ি যে শুধুমাত্র সময় বাঁচায় তাই নয়, বর্তমান সময়ে আট থেকে আশি সকলের কাছেই নিতান্তই প্রয়োজনে পরিণত হয়েছে গাড়ি। তাই দীর্ঘদিন মাসিক কিস্তির বোঝা কাঁধের ওপর চেপে থাকলেও গাড়ি কেনার গ্রাফ ক্রমেই গগন দেখছে। পরিসংখ্যান বলছে, নভেম্বর মাসে ভারতে গাড়ি বিক্রি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গত মাসে ৩,৩৪,৮৬৮টি যাত্রী গাড়ি বিক্রি হয়েছে দেশে। আর বেস্ট সেলিং গাড়ির তালিকায় এলে সেখানে মারুতি সুজুকির কর্তৃত্ব স্পষ্ট। চলুন দেখে নিই নভেম্বরে সর্বাধিক বিক্রিত প্রথম ১০টি গাড়ির তালিকা।

Maruti WagonR নভেম্বরের বেস্ট সেলিং গাড়ি

এসইউভি গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধির সময়তেও দেশের বেস্ট সেলিং গাড়ির তকমা হ্যাচব্যাকেরই দখলে। আগের মাসে ১৬,৫৬৭ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার শীর্ষে অবস্থান করছে Maruti Suzuki WagonR। তালিকার দ্বিতীয় স্থানে বিরাজমান Maruti Suzuki Dzire। এটি নভেম্বরে ১৫,৯৬৫টি বিক্রি হয়েছে।

তিন নম্বরেও মারুতির গাড়ি, Swift। গত মাসে বিক্রি হয়েছে ১৫,৩১১ ইউনিট। চতুর্থ স্থানের দখলদার Tata Nexon। এটি বর্তমানে শের বেস্ট সেলিং এসইউভি। গত মাসে ১৪,৯১৬টি বিক্রি হয়েছে। পরবর্তী স্থানে থাকা Punch এসইউভির ১৪,৩৮৩ ইউনিট বেচেছে টাটা।

ষষ্ঠ স্থানে উঠে এসেছে Maruti Suzuki Brezza। গত মাসে গাড়িটির চাবি মোট ১৩,৩৯৩ জন ক্রেতার হাতে তুলে দিয়েছে মারুতি। সাত নম্বরে জায়গা পেয়েছে মারুতির প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno। আগের মাসে ১২,৯৬১ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে মডেলটি। ২০২২ এর নভেম্বরে এর বেচাকেনার পরিমাণ ২০,৯৪৫ থাকায় এবারের বিক্রিতে ৩৮% ঘাটতি দেখা গেছে।

নভেম্বরে বিক্রির নিরিখে অষ্টম স্থানে জায়গা পেরেছে Maruti Suzuki Ertiga। আগের মাসে মোট ১২,৮৫৭ জন গ্রাহক গাড়িটি বেছে নিয়েছেন। তালিকার নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Mahindra Scorpio (N এবং Classic) ও Hyundai Creta। এগুলির বেচাকেনার পরিমাণ গিয়েছে যথাক্রমে ১২,১৮৫ ইউনিট ও ১১,৮১৪ ইউনিট।