ভারতে প্রথম 5G চালু করবে Reliance Jio, পরীক্ষায় বিরাট সফল জানালেন মুকেশ আম্বানি

দীর্ঘ জল্পনার পর, আজ ৪৪তম বার্ষিক সভা (AGM)-তে Google-এর সহযোগিতায় নির্মিত সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ফোন জিওফোন নেক্সট (Jiophone Next) লঞ্চ করেছে Reliance Jio। এছাড়া প্রত্যাশামতোই এই ইভেন্টে সংস্থার 5G পরিষেবা চালু হওয়ার ব্যাপারে তথ্য মিলেছে। এক্ষেত্রে আজকের অ্যানুয়াল মিটিংয়ে জিও (Jio)-র কর্ণধার মুকেশ আম্বানি, কোম্পানির ৫জি (5G) রোলআউট পরিকল্পনার রূপরেখা দিয়েছেন এবং তিনি দাবি করেছেন যে জিও-ই প্রথম এদেশে ৫জি চালু করবে। সংস্থাটি ৫জি সলিউশনের পরীক্ষায় ইতিমধ্যে ১ জিবিপিএসের বেশি স্পিড পেয়েছে বলে মুকেশ আম্বানি জানিয়েছেন। প্রকাশ্যে এসেছে Jio Fiber সম্পর্কিত কিছু তথ্যও।

4G-র মতই ভারতে Reliance Jio প্রথম 5G চালু করবে

আজকের ইভেন্টে ৫জি প্রসঙ্গে বলতে গিয়ে আম্বানি জানিয়েছেন যে, সম্প্রতি সংস্থাটি ফিল্ড ট্রায়াল শুরুর জন্য নিয়ন্ত্রকের থেকে প্রয়োজনীয় অনুমোদনের পাশাপাশি পরীক্ষামূলক স্পেকট্রাম পেয়েছে। তাছাড়া পরীক্ষা নিরীক্ষাতেও মিলেছে সাফল্য। এতে করে ৫জি স্ট্যান্ডএলোন নেটওয়ার্কটি মুম্বাইয়ের ট্রায়াল সাইটে এবং জিওর ভারতীয় ডেটা সেন্টারগুলিতে ইনস্টল করা হয়েছে। তাই এই প্রতিযোগিতার বাজারে সবার আগে দেশে ৫জি পরিষেবা চালু করার আশা রাখছে টেলকোটি।

5G, দেশের স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে

আম্বানির মতে, জিও এখন নতুন ডিভাইস এবং একটি এন্ড-টু-এন্ড ৫জি ইকোসিস্টেম বিকাশের জন্য বৈশ্বিক অংশীদারদের সাথে কাজ করছে। সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিনোদন ইত্যাদি ক্ষেত্রেও পরিবর্তন আনবে। বলা হচ্ছে, সংস্থাটি একদিকে যেমন রিয়েল-টাইম হাই-ফিডিলিটি বা টেলিমেডিসিনের মতো সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স আনবে, তেমনি শিক্ষার্থীরা রিলায়েন্স ফাউন্ডেশন স্কুলগুলির থেকে আরো অনেক বেশি কিছু শিখতে পারবেন।

এই প্রসঙ্গে বলে রাখি, ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর হওয়ার পাশাপাশি জিও, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডেটা ক্যারিয়ারও বটে। রিপোর্ট অনুযায়ী, তারা এমনিতে প্রতি মাসে ৬৩০ কোটি জিবি ডেটা ট্র্যাফিক পরিচালনা করে; তবে গতবছরে তারা উক্ত বিষয়ে প্রায় ৪৫% প্রবৃদ্ধির মুখ দেখেছে। এদিকে জিও নেটওয়ার্কের বিকাশের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত স্পেকট্রাম কিনতে ৫৭,১২৩ কোটি টাকা এবং নেটওয়ার্ক অবকাঠামো সম্প্রসারণের জন্য ১৫,১৮৩ কোটি টাকা ব্যয় করেছে বলে জানা গেছে। এছাড়া, বিগত কয়েক মাসে কোম্পানিটি ২০০ মিলিয়ন নতুন গ্রাহকও পেয়েছে। তদুপরি জিও আগামী দিনে তারা অন্যান্য দেশে ৫জি সলিউশন রপ্তানিও করতে পারে।

উল্লেখ্য, Jio Fiber (জিও ফাইবার)-কে ভারতের বৃহত্তম এবং দ্রুত ব্রডব্যান্ড অপারেটর হিসেবে উল্লেখ করে রিলায়েন্স ঘোষণা করেছে যে, এখন প্রায় ৩ মিলিয়ন সংখ্যক বাড়িতে এই পরিষেবা ইনস্টল হয়েছে। শীঘ্রই দেশের শীর্ষস্থানীয় ১০০টি শহরে এই ব্রডব্যান্ড পরিষেবার সুবিধা উপলব্ধ হবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন