Redmi K50 সিরিজ ফেব্রুয়ারিতে বাজারে আসছে, থাকবে পাওয়ারফুল প্রসেসর ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট

বেশ কিছু মাস ধরে রেডমির আসন্ন Redmi K50 স্মার্টফোন সিরিজটি নিয়ে জল্পনা চলেছেই। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট ও একাধিক সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে এই সিরিজের ফোনগুলি সম্পর্কে অনেক তথ্যই জানা গিয়েছে। শোনা যাচ্ছিল আগামী মাসেই চীনের বাজারে আত্মপ্রকাশ করতে পারে রেডমির এই নতুন স্মার্টফোন সিরিজটি। সেই মতোই এখন রেডমির তরফেও নিশ্চিত করা হল আসন্ন ফেব্রুয়ারি মাসে Redmi K50 লাইনআপের ওপর থেকে পর্দা সরানো হবে। শুধু তাই নয়, সংস্থা এরসাথে এই সিরিজের ফোনগুলির বেশ কিছু প্রধান বৈশিষ্ট্যও প্রকাশ্যে এনেছে।

Redmi K50 সিরিজটি লঞ্চ হবে ফেব্রুয়ারিতেই

চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo- তে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি একটি পোস্ট করে নিশ্চিত করেছে, আসন্ন ফেব্রুয়ারিতে বাজারে পা রাখবে রেডমি কে৫০ সিরিজের স্মার্টফোনগুলি। তবে এই পোস্টে নির্দিষ্ট কোনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি সংস্থা। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সংস্থাটি চীনে রেডমি কে৪০, রেডমি কে৪০ প্রো, এবং রেডমি কে৪০ প্রো প্লাস – এই তিনটি স্মার্টফোন উন্মোচন করে। তাই আশা করা হচ্ছে পরের মাসে রেডমি কে৫০ সিরিজের একাধিক মডেল বাজারে পা রাখতে পারে। চীনা সংস্থাটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, রেডমি কে৫০ লাইনআপে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ চিপসেট।

আবার আজ সংস্থার তরফে জানানো হয়ছে, Redmi K50 সিরিজের ‘ড্রিমফোন’ কোডনেমের একটি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপসেটও ব্যবহার করা হবে। এই ফোনে বৃহৎ সারফেস এরিয়া সহ একটি ডুয়েল ভিসি লিকুইড-কুলড হিট ডিসিপেশন ইউনিট থাকবে। রেডমি আরও জানিয়েছে, এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি সম্পূর্ন চার্জ হতে সময় লাগবে মাত্র ১৭ মিনিট।

প্রসঙ্গত, 21121210C মডেল নম্বর সহ একটি রেডমি স্মার্টফোন সম্প্রতি চীনের TENAA এবং 3C সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। তবে এই ফোনের বিশদ বিবরণ এখনও TENAA-তে দেখা যায়নি, তবে 3C- এর লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি ১২০ ওয়াট দ্রুত চার্জার সহ বাজারে আসতে পারে। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, 21121210C মডেল নম্বরের ফোনটি Redmi K50 Gaming Edition নামে বাজারে আসবে।

এছাড়া সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi 12 সিরিজের মতো, Redmi K50 সিরিজের ফোনগুলিও অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে। আবার এগুলিতে ১২০ হার্টজ বা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত OLED ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের বা ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরার সাথে আসবে।