Bajaj Chetak নাকি Hero MotoCorp-এর সদ্য লঞ্চ করা Vida V1? কোন ই-স্কুটার কিনলে লাভ

ভারতের বাজারে গত সপ্তাহে লঞ্চ হয়েছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1। নজরকাড়া ডিজাইনের কারণে রাস্তা দিয়ে চলার সময় যে কাউকে অন্তত একটিবার তাকাতেই হবে। Vida V1 Plus ও Vida V1 Pro – এই দুই ভ্যারিয়েন্টে হাজির হয়েছে স্কুটারটি। এদেশে V1-এর মূল প্রতিপক্ষদের তালিকা বেশ লম্বা চওড়া। যার মধ্যে অন্যতম Bajaj Chetak। কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে প্রতিপক্ষ মডেল দুটির মধ্যে কে কার থেকে এগিয়ে জানেন? তাহলে এই প্রতিবেদনটির শেষ পর্যন্ত চোখ রাখুন।

Vida V1 vs Bajaj Chetak দাম

Vida V1 ইলেকট্রিক স্কুটারটি দুই ভ্যারিয়েন্টে এসেছে। যেগুলি হল V1 Plus ও V1 Pro। এদের দাম যথাক্রমে ১.৪৫ লক্ষ টাকা ও ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। অন্যদিকে Bajaj Chetak কেবলমাত্র একটি ভ্যারিয়েন্টেই উপলব্ধ। যার মূল্য ১,৫১,৯৫৮ টাকা (এক্স-শোরুম)।

Vida V1 vs Bajaj Chetak স্পেসিফিকেশন

হিরো মোটোকর্পের ৩.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত Vida V1 Plus মডেলটি পুরোপুরি চার্জে ১৪৩ কিমি রেঞ্জ দেয়। আবার Vida V1 Pro-তে ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থাকার কারণে এটি ১৬৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে।

Hero Vida V1-এর ০-৮০ শতাংশ পর্যন্ত প্রতি মিনিটে ব্যাটারি চার্জিং রেট ১.২ কিমি। এদিকে প্রো মডেলটি ০-৮০% চার্জ হতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে। তবে প্লাস মডেলের ক্ষেত্রে ৫ ঘন্টার কাছাকাছি সময়ে ফুল চার্জ হয়ে যাবে বলে দাবি সংস্থার। অন্যদিকে Bajaj Chetak-এর সিঙ্গেল ভ্যারিয়েন্টটি সম্পূর্ণ চার্জে ৯০ কিলোমিটার পথ দৌড়য়। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৭০ কিমি। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪ ঘন্টা সময় লাগে।