এক চিঠিতেই খেলা শেষ! ভারতে BGMI ব্যান হওয়ার আসল কারণ জেনে নিন

২০২০ সালে জনপ্রিয় পাবজি মোবাইল (PUBG Mobile) বন্ধ হওয়ার পরে দক্ষিণ কোরিয়ান গেম নির্মাতা সংস্থা ক্রাফটন (Krafton) বেশ কিছু পরিবর্তন করে ২০২১ সালে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) বা বিজিএমআই (BGMI) নামে ভারতে ওই একই গেম লঞ্চ করেছিল। কিন্তু এখন আবার BGMI-কেও এদেশে ব্যান করা হয়েছে। ভারতের আইটি মন্ত্রকের তরফ থেকে অফিসিয়ালি কিছু না জানানো হলেও Google Play Store (গুগল প্লে স্টোর) ও Apple App Store (অ্যাপল অ্যাপ স্টোর) থেকে এই জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেমটিকে সরিয়ে ফেলা হয়েছে, যা গেমপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক ভয়ঙ্কর দুঃসংবাদ।

এখন প্রশ্ন হল, ঠিক কী কারণে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে উধাও হল এই গেম? এর কারণ হিসেবে বেশ কিছু তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, চীনের সাথে যোগসূত্রের কারণেই গেমটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার তরফে জানানো হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) এই কথাটিই একটি চিঠিতে জানায় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (Meity)-কে, যার ফলে একপ্রকার নিরুপায় হয়েই ভারত থেকে পাত্তাড়ি গোটাতে বাধ্য হল বিজিএমআই।

গেমটি ব্যানের প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে, বিজিএমআই-তে বেশ কিছু সিকিউরিটি ভালনারেবিলিটি বা নিরাপত্তাজনিত ত্রুটি পাওয়া গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, চীনের সার্ভারের সাথে এই গেমটির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগসূত্রের প্রমাণ মিলেছে, যা ভারতীয় ব্যবহারকারীদের জন্য খুবই ক্ষতিকর। কর্মকর্তাদের মতে, এই গেমটির মাধ্যমে ভারতীয় গেমারদেরকে টার্গেট করা হতে পারে, যার ফলে তারা বিপজ্জনক সাইবার জালিয়াতির শিকার হতে পারেন। গেমটিতে বেশ কিছু ম্যালিশিয়াস কোডের অস্তিত্ব রয়েছে, যা গেমারদের কাছ থেকে অযাচিতভাবে পারমিশন আদায় করে তাদের গোপন ডেটা অন্য দেশে পাচার করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন ট্র্যাকিং এবং ম্যালিশিয়াস নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার উপর নজরদারি চালাতে সাইবার আক্রমণকারীরা অনায়াসে বিজিএমআই-কে ব্যবহার করতে পারে। ফলে এই গেমিং অ্যাপটি ভারতীয় ইউজারদের নিরাপত্তা তথা সুরক্ষার জন্য খুবই ক্ষতিকর, আর সেই কারণেই গেমটিকে ব্যান করা হয়েছে। সেইসাথে এখনও চীনের সার্ভারের সঙ্গে যে সমস্ত রিব্র্যান্ডেড অ্যাপগুলির যোগসূত্র রয়েছে, সেগুলিকেও ভবিষ্যতে নিশ্চিতভাবে ব্যান করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, ভারতে BGMI-এর নিষেধাজ্ঞার অর্ডারটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জারি করা হয়নি। তবে Meity ইতিমধ্যেই গেমটিকে দেশ থেকে বিদায় জানানোর জন্য যাবতীয় কার্যকলাপ শুরু করে দিয়েছে, এবং কেন্দ্রের নির্দেশে ইতিমধ্যেই Google Play Store এবং Apple App Store থেকেও BGMI-কে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই প্রসঙ্গে গেম নির্মাতা সংস্থা Krafton জানিয়েছে যে, গেমটিকে আবার এদেশে ফিরিয়ে আনার জন্য তারা জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আগামী দিনে ভারতীয় গেমাররা আবারও BGMI খেলার সুযোগ পাবেন কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে।