Vivo Y100i Power বাজার কাঁপাতে লঞ্চ হল, আছে 44W ফাস্ট চার্জিং, 6000mah ব্যাটারি, 512GB স্টোরেজ

Vivo Y100i গত নভেম্বর মাসে চীনে লঞ্চ হয়েছিল। তবে এটি স্পেসিফিকেশনের দিক থেকে ভারতের বাজারে আত্মপ্রকাশ করা Vivo Y100i-এর তুলনায় ভিন্ন ছিল। আর এখন, ব্র্যান্ডটি Vivo Y100i Power নামে আরেকটি নতুন Y100-সিরিজের ফোন নিয়ে হাজির হয়েছে। যার অন্যতম আকর্ষণ লম্বা ব্যাটারি ব্যাকআপ। এটি ফুলএইচডি+ ডিসপ্লে, Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল ব্যাটারি অফার করে। আসুন তাহলে নতুন Vivo Y100i Power-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y100i Power-এর স্পেসিফিকেশন

ভিভো ওয়াই১০০আই পাওয়ার-এ পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৬৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। এই স্ক্রিনটি ১,০৮০ x ২,৩৮৮ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই নতুন ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক অরিজিন ওএস ৩ (Origin OS 3) কাস্টম স্কিনে রান করে।

মেমরির ক্ষেত্রে, ভিভো ওয়াই১০০আই পাওয়ার একটিমাত্র কনফিগারেশনে বাজারে এসেছে, যা ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ৫১২ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ অফার করে। তবে, এতে ১২ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও মিলবে। হিট ডিসিপেশনের জন্য, ওয়াই১০০আই পাওয়ার-এ রয়েছে ৬৩৯ বর্গ মিলিমিটার লিকুইড কুলিং হিট পাইপ ও ৮,৭৩৬ মিলিমিটারের একটি গ্রাফাইট শীট।

ফটোগ্রাফির জন্য, Vivo Y100i Power-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। আর এর সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। Vivo Y100i Power-এ ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং ইউএসবি-সি পোর্টের মতো সাধারণ কানেক্টিভিটি অপশন মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y100i Power শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo Y100i Power-এর দাম ও লভ্যতা

চীনা বাজারে Vivo Y100i Power-এর একমাত্র ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণটির দাম রাখা হয়েছে ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,৪৬৫ টাকা)। এটি তিনটি শেডে উপলব্ধ – ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। Vivo Y100i Power ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, তা এখনও কোম্পানির তরফে নিশ্চিতভাবে জানানো হয়নি।