Nubia Mavericks: 10 হাজারের মধ্যে হাজির অনবদ্য 5G ফোন, দুর্ধর্ষ ডিজাইন সহ রয়েছে 108MP AI ক্যামেরা

গতকালই (9 এপ্রিল) নুবিয়া চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা বিশ্বের সবচেয়ে সস্তা ফোল্ডেবল স্মার্টফোন, Nubia Flip লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। পাশাপাশি, গতকাল Mavericks নামে একটি 5G ফোন লঞ্চের ঘোষণা করেছে তারা। যা খুব সস্তায় অসাধারণ ডিজাইন ও 108 মেগাপিক্সেল ক্যামেরা অফার করে। Nubia Mavericks 5G ভারতে এলে যে বিপুল সাড়া পাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Nubia Mavericks 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

নুবিয়া ম্যাভরিক্স 5জি-তে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। ফোনটিতে ইউনিএসওসি টি760 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি ইউএফএস 3.1 স্টোরেজের সাথে যুক্ত।

ফটোগ্রাফির জন্য, নুবিয়া ম্যাভরিক্স 5জি-এর রিয়ার প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে, যা এআই (AI) কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং নিওভিশন এআই (Neovision AI) ইমেজিং সিস্টেম দ্বারা সাপোর্টেড। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, নুবিয়া ম্যাভরিক্স বড় 5,000 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Nubia Mavericks 5G: দাম এবং লভ্যতা

চীনে Nubia Mavericks 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে – 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ। এই তিন মডেলের দাম যথাক্রমে 799 ইউয়ান (প্রায় 9,200 টাকা), 999 ইউয়ান (প্রায় 11,500 টাকা) এবং 1,199 ইউয়ান (প্রায় 13,800 টাকা)। Nubia Mavericks 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, সে সম্পর্কে কোম্পানির তরফ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।