লেটেস্ট ইন্টেল প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ লঞ্চ হল Redmi Book 14 এবং Redmi Book 16 ল্যাপটপ, দাম দেখুন

Xiaomi Redmi Book 14 এবং Book 16 ল্যাপটপ Redmi K70 স্মার্টফোন সিরিজের সাথে লঞ্চ হয়েছে

Xiaomi তাদের সাব-ব্র্যান্ড Redmi -এর অধীনে চীনে দুটি নতুন ল্যাপটপের ঘোষণা করলো। এগুলি Redmi Book 14 এবং Redmi Book 16 নামে আত্মপ্রকাশ করেছে। এই দুটি ল্যাপটপ মডেল Redmi K70 স্মার্টফোন সিরিজের সাথে লঞ্চ হয়েছে। উভয় ল্যাপটপই – Intel i5-13500H প্রসেসর, ১৬ জিবি র‍্যাম, ১ টেরাবাইট পর্যন্ত SSD এবং একাধিক কার্যকরি কানেক্টিভিটি বিকল্পের সাথে এসেছে। পার্থক্য হিসাবে, বেস মডেলটি ১৪-ইঞ্চি ডিসপ্লে এবং ৫৬Whr ক্যাপাসিটির ব্যাটারি অফার করে। আর উচ্চতর মডেলে ১৬-ইঞ্চির ডিসপ্লে প্যানেল ও ৭২Whr ক্যাপাসিটির তুলনায় বড় ব্যাটারি উপস্থিত। চলুন Xiaomi Redmi Book 14 এবং Book 16 -এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Xiaomi Redmi Book 14 2024 এর স্পেসিফিকেশন

নাম অনুসারে শাওমি রেডমি বুক ১৪ ২০২৪ ল্যাপটপে ১৪-ইঞ্চির ২.৮কে (২৮৮০×১৮০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪২ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং RGB কালার কভারেজ অফার করে। ভালো পারফরম্যান্স অফারের জন্য এতে ইন্টেল আই৫-১৩৫০০এইচ (Intel i5-13500H) প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে ১৬ জিবি LPDDR5-6400 র‍্যাম এবং ১ টেরাবাইট SSD (দ্বিতীয় M.2 SSD স্লট আছে) পাওয়া যাবে।

ডিভাইসটি যাতে দীর্ঘ ব্যবহারেও ওভার-হিট না হয়ে যায়, তার জন্য এতে দুটি ফ্যান এবং দুটি ৮ মিমি হিট পাইপ দেওয়া হয়েছে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে – থান্ডারবোল্ট ৪, ইউএসবি টাইপ-এ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ল্যাপটপে ৫৬Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে। Redmi Book 14 ১৫.৯ মিমি পুরু এবং এর ওজন ১.৩৭ কেজি।

Xiaomi Redmi Book 16 2024 এর স্পেসিফিকেশন

শাওমি রেডমি বুক ১৬ ২০২৪ ল্যাপটপে ১৬-ইঞ্চির ২.৫কে ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ১০০% sRGB কালার গ্যামেট প্রযুক্তি সাপোর্ট করে। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বলল, এটি ইন্টেল আই৫-১৩৫০০এইচ (i5-13500H) প্রসেসর দ্বারা চালিত। এই ল্যাপটপে ১৬ জিবি LPDDR5-6400 র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত SSD উপলব্ধ। উল্লেখ্য, এই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের ক্যামেরা অ্যাক্সেস করতে পারবেন।

Xiaomi Redmi Book 16 2024 ল্যাপটপে কানেক্টিভিটির জন্য – থান্ডারবোল্ট ৪, ইউএসবি টাইপ-এ পোর্ট, এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। এতে ৭২Whr ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উক্ত মডেলের রিটেল বক্সে একটি ১০০ ওয়াটের GaN অ্যাডাপ্টারও সামিল করা হয়েছে। এই কমপ্যাক্ট এবং পোর্টেবল ডিজাইনের অ্যাডাপ্টারটি হাই-পাওয়ার স্মার্ট ফাস্ট চার্জিং অফার করে, যা মাত্র ৩৫ মিনিটে ৫০% পর্যন্ত ডিভাইস চার্জ করতে সক্ষম। পরিশেষে, রেডমি ব্র্যান্ডিংয়ের এই ল্যাপটপ ১৫.৯ মিমি পুরু এবং ওজনে মাত্র ১.৬৮ কেজি।

Xiaomi Redmi Book 14 এবং Redmi Book 16 ল্যাপটপের দাম

Redmi Book 14 2024 ল্যাপটপ দুটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। নিচে বিকল্পগুলির দামের বিশদ দেওয়া হল

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ : ৫৯২ ডলার (প্রায় ৪৯,৩০০ টাকা),
১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ : ৬৩৫ ডলার (প্রায় ৫২,৯০০ টাকা)।

এটি – স্টারলাইট সিলভার এবং স্টারি গ্রে কালারে উপলব্ধ।

Xiaomi RedmiBook 16 2024 ল্যাপটপও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, যার দামের বিবরণ নিম্নরূপ

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ : ৬২১ ডলার (প্রায় ৫১,৭০০ টাকা),
১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ : ৬৬৩ ডলার (প্রায় ৫৫,২০০ টাকা)।

এটি স্টারি গ্রে কালারের একক বিকল্পে এসেছে।