সিমের যুগ শেষ, Honor Magic 6 Pro উন্নত স্যাটেলাইট কানেক্টিভিটি নিয়ে বাজারে আসছে

বছরের শেষটা অনর (Honor) কাছে ব্যস্ততম হয়েছে উঠেছে। চীনা ব্র্যান্ডটি বর্তমানে একাধিক নতুন ফোনে হাত লাগিয়েছে। দুটি নতুন GT-সিরিজের ফোন সহ Honor X50 GT এবং Honor 90 GT সম্পর্কে ইদানিং নানান তথ্য ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। তবে এখানেই শেষ নয়, অনর তাদের ফ্ল্যাগশিপ Magic 6 সিরিজটির ওপর থেকেও পর্দা সরানোর পরিকল্পনা করছে। আর এখন এই লাইনআপে অন্তর্ভুক্ত Honor Magic 6 Pro মডেলটি চীনের 3C (CCC) প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। যা তাড়াতাড়ি লঞ্চের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেছে।

Honor Magic 6 Pro পেল 3C সার্টিফিকেশন

অনর ম্যাজিক ৬ প্রো চীনা কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন পেয়েছে। ডেটাবেস অনুযায়ী, BVL-AN16 মডেল নম্বর বহনকারী এই ফোনটি ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। তবে, সবচেয়ে আকর্ষণীয় তথ্যটি হল “স্যাটেলাইট মোবাইল টার্মিনাল ৫জি” হিসাবে ডিভাইসটিকে লেবেল করা হয়েছে, যা অনর ম্যাজিক ৬ প্রো-এ উন্নত স্যাটেলাইট সংযোগের উপস্থিতি নিশ্চিত করে। প্রসঙ্গত, অনরের জেনারেল ম্যানেজার লি কুন সম্প্রতি কোম্পানির স্যাটেলাইট-ভিত্তিক কমিউনিকেশন সলিউশনের ডেভলপমেন্ট সম্পর্কে জানিয়েছিলেন।

জানিয়ে রাখি, BVL-AN00 মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড অনর ম্যাজিক ৬ গত মাসে ৩সি-তে হাজির হয়েছিল। লিস্টিং অনুসারে, এটি শুধুমাত্র ৬৬ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এই মডেলটির লিস্টিংয়ে অবশ্য স্যাটেলাইট সংযোগের কোনও উল্লেখ পাওয়া যায়নি। তাই মনে করা হচ্ছে এই বৈশিষ্ট্যটি সম্ভবত প্রো মডেলের একটি এক্সক্লুসিভ ফিচার হবে।

Honor Magic 6 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Honor Magic 6 Pro-এর সামনে ডুয়েল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং উন্নত সেন্সরগুলির জন্য পিল-আকৃতির কাটআউট সহ উচ্চ-রেজোলিউশনের ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে এবং এটি একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ, একটি ইন-বিল্ট সিকিউরিটি চিপ এবং একটি উল্লেখযোগ্য এআই (AI) মডেল অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে নতুন ম্যাজিক ওএস ৮.০ (Magic OS 8.0) কাস্টম স্কিনে চলবে।

এছাড়া, Honor Magic 6 Pro-তে দ্বিতীয় প্রজন্মের কিংহাই লেক (Qinghai Lake) ব্যাটারি এবং ন্যানো-সিরামিক গ্লাস দিয়ে তৈরি একটি রিয়ার শেল থাকবে বলে শোনা যাচ্ছে। রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, স্মার্টফোনটিতে ভেরিয়েবল অ্যাপারচার সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল ১-ইঞ্চি OmniVision OV50k প্রাইমারি ক্যামেরা থাকবে। অনর এখনও ফ্ল্যাগশিপ Magic 6 সিরিজের লঞ্চের তারিখটি প্রকাশ করেনি, তবে শীঘ্রই এবিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা যায়।