আগস্টের শুরুতে ভারতে আসছে Sony-র নতুন ইয়ারবাড, সাউন্ড নিয়ে জাস্ট কথা হবেনা

Sony খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের প্রিমিয়াম ইয়ারবাড WF-1000XM3 লঞ্চ করতে চলেছে। এটি সম্ভবত আগস্টের প্রথম সপ্তাহে লঞ্চ হবে। এই প্রিমিয়াম ইয়ারবাডটি কে আমেরিকা সহ অন্যান্য দেশে ২০১৯ এ লঞ্চ হয়েছিল। ইয়ারবাডটির দাম সম্পূর্ণ সঠিকভাবে না জানা গেল গেলেও আশা করা যাচ্ছে Sony এই ইয়ারবাডটির দাম ২০ হাজারের কমেই রাখবে। আসুন নতুন Sony WF-10000XM3 স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Sony WF-10000XM3 ইয়ারবাডটি কোম্পানির ফ্ল্যাগশিপ রেঞ্জের ট্রু ওয়ারলেস হেডফোন। এতে ৬ মিমির ডাইনামিক ড্রাইভ রয়েছে এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট করে। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স ২০ হার্জ থেকে ২০০০০ হার্জ। এতে DSEE HX প্রযুক্তি আছে যার জন্য শব্দ আরও শ্রুতিমধুর হয়। এছাড়া এতে টাচ সেন্সর আছে যার মাধ্যমে কল রিসিভ, মিউজিক ও ভলিউম কন্ট্রোল ইত্যাদি কাজ করা যাবে। টাচ সেন্সর দ্বারা গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সাকেও চালানো যাবে। Sony দাবি করেছে তাদের নতুন ইয়ারবাডে QN1e প্রসেসর সহ অতি উন্নত মানের নয়েস ক্যান্সলেশন প্রযুক্তি আছে।

Sony এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইয়ারবাডটি একবার চার্জ করলে প্রায় ৬ ঘন্টা অব্দি চলবে। নয়েস ক্যান্সলেশন বন্ধ থাকলে এটি ৮ ঘন্টা অব্দি চলতে পারে। ইয়ারবাডটির কেসের চার্জ ধরলে এটি মোট একবার চার্জে ২৪ ঘন্টা অব্দি চলবে। এটি চার্জ করার জন্য চার্জিং কেসে ইউএসবি টাইপ-সি পোর্ট আছে। এই হেডফোনে অন্যান্য সোনির ইয়ারবাডের মত কুইক অ্যাটেনশন ফিচার আছে। এর মাধ্যমে ইয়ারবাডে একবার আঙ্গুল দিলে স্বয়ংক্রিয়ভাবে এর ভলিউম কমে যাবে ও আপনি পারিপার্শ্বিক শব্দ শুনতে পাবেন। আঙ্গুল তুলে নিলে আবার ভলিউম আগের মতোই হয়ে যাবে। এছাড়াও এতে অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল ফিচার আছে, যার মাধ্যমে হেডফোনটি স্বয়ংক্রিয়ভাবে পারিপার্শ্বিক বুঝে ভলিউম কন্ট্রোল করবে। এই ইয়ারবাডটিকে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সোনি কানেক্ট অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন।

ইয়ারবাডগুলি দুটি রংয়ের অপশনে পাওয়া যাবে একটি সিলভার ও অন্যটি কালো। এটি আগস্টের প্রথম সপ্তাহ থেকে সোনি রিটেল স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদি জায়গা থেকে পাওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, Sony তাদের আরও দুটি নতুন ইয়ারবাড, WF-XB700 ও WF-SP800N ভারতের বাজারে লঞ্চ করছে। এই দুটির দাম হল যথাক্রমে ৯৯৯০ টাকা ও ১৮৯৯০ টাকা।