মেটাল দিয়ে তৈরি ফোন আনছে Vivo, ব্যাটারি দ্রুত ফুল করার জন্য দেবে 100W ফাস্ট চার্জার

ভিভো (Vivo) গত বছর নভেম্বর মাসে ক্যামেরা-কেন্দ্রিক ফ্লাগশিপ X100 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড ও Pro মডেল বাজারে এনেছিল। আবার একই লাইনআপে কোম্পানি একটি নতুন মডেল যুক্ত করতে চলেছে, যার নাম Vivo X100S Pro। জল্পনা বাড়িয়ে একটি নতুন ভিভো ফোন চীনের রেডিও সার্টিফিকেশন ডেটাবেস এবং গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে৷ মনে করা হচ্ছে যে, এটি Vivo X100S Pro স্মার্টফোন হতে পারে।

Vivo X100S Pro পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন

একটি নতুন স্মার্টফোন V2324HA মডেল নম্বর সহ চীনের রেডিও সার্টিফিকেশন প্ল্যাটফর্ম এবং গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে৷ ডিভাইসটির উপস্থিতি রেডিও সার্টিফিকেশন এবং গিকবেঞ্চ – উভয়ের দ্বারা নিশ্চিত করা হলেও, এর অফিসিয়াল নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে এটি খুব সম্ভবত ভিভো এক্স১০০এস প্রো হবে। রেডিও সার্টিফিকেশন কোনও স্পেসিফিকেশন সামনে না আনলেও, গিকবেঞ্চ লিস্টিং ফোনের প্রসেসর কনফিগারেশন, র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে তথ্য প্রদান করেছে।

বেঞ্চমার্ক ডেটাবেস অনুযায়ী, ফোনটির প্রসেসর একটি ৩.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স-এক্স৪ কোর, তিনটি ২.৮৫ গিগাহার্টজ গতির কর্টেক্স-এক্স৪ কোর এবং চারটি ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স-এ৭২০ কোর দ্বারা গঠিত। সাথে গ্রাফিক্সের জন্য ইম্মর্টালিস-জি৭২০ এমসি১২ জিপিইউ যুক্ত থাকবে, যার ক্লক স্পিড ১৩০০ মেগাহার্টজ। যদিও প্রসেসরটির কোর সিপিইউ আর্কিটেকচারটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসরের সাথে সাদৃশ্যপূর্ণ, তবে প্রাথমিক কোরের ক্লক স্পিডে পার্থক্য রয়েছে। কারণ ডাইমেনসিটি ৯৩০০-এর প্রধান কোরের গতি ৩.২৫ গিগাহার্টজ। ফলে তথ্যগুলি নির্দেশ করছে যে, এটি উল্লেখিত প্রসেসরের একটি আপগ্রেড ভার্সন হতে পারে।

ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) টিপস্টার হোয়াই ল্যাব-এর মতে, Vivo X100S Pro-এর প্রসেসরটি Dimensity 9300+ হতে পারে, যা এপ্রিল বা মে মাসের প্রথম দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটি সম্ভবত Vivo X100 Ultra-এর সঙ্গে আত্মপ্রকাশ করবে। আগের একটি রিপোর্টে কিছু স্পেসিফিকেশনও ফাঁস করা হয়েছে। এটি ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারিতে চলবে বলে জানা গেছে।এছাড়াও শোনা যাচ্ছে যে, Vivo X100S Pro-এ শর্ট-ফোকাস অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মেটালিক ফ্রেম এবং গ্লাস রিয়ার প্যানেল অন্তর্ভুক্ত থাকতে পারে।