কেবল Pro নয়, iPhone 14 সিরিজের প্রত্যেকটি মডেলে থাকবে হাই রিফ্রেশ রেটের LTPO OLED ডিসপ্লে

iPhone 13 সিরিজ চলতি বছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই জানা গেছে এই সিরিজের কেবলমাত্র Pro ভ্যারিয়েন্টে (Pro ও Pro Max) ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সমর্থনযুক্ত এলটিপিও (LTPO) ওলেড (OLED) ডিসপ্লের প্রয়োগ করা হবে। সেক্ষেত্রে বেস ও মিনি মডেলে এই ডিসপ্লে থাকবে না। তবে আগামী বছরের জন্য নির্ধারিত iPhone 14 সিরিজের প্রত্যেকটি ভ্যারিয়েন্টেই হাই রিফ্রেশ রেট সাপোর্ট সহ এলটিপিও ওলেড ডিসপ্লে দেখা যেতে পারে।

The Elec-এর রিপোর্ট অনুযায়ী, এলজি ডিসপ্লে (LG Display) এলটিপিও প্যানেল উৎপাদনের সরঞ্জাম জোগাড়ের জন্য অ্যাভাকোর (Avaco) নামে একটি সংস্থার সাথে কথাবার্তা চালাচ্ছে। কারণ, এলজি ডিসপ্লের কাছে এলটিপিও ওলেড প্যানেলের কোনও প্রোডাকশান লাইন নেই।

অ্যাপলের (Apple) কাছ থেকে বরাত পাওয়া নিশ্চিত করার পর এলজি সেই সরঞ্জামগুলির অর্ডার দেবে। তবে এলটিপিও ওলেড প্যানেলের উৎপাদন সম্পূর্ণ করতে এলজির ডিসপ্লে বিভাগ আগামী বছর পর্যন্ত সময় নেবে। তাই ২০২২ আইফোন লাইনআপ বা আইফোন ১৪ সিরিজের প্রত্যেকটি মডেলে লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (এলটিপিও) প্রযুক্তির ওপর ভিত্তি করে ১২০ হার্টজ ডিসপ্লে ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, অ্যাপল তাদের আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের জন্য এলটিপিও ওলেড ডিসপ্লের বরাত স্যামসাংকে দিয়েছে। কিন্তু, আইফোন ১৩ সিরিজের প্রত্যেকটি মডেলের জন্য ওই বিশেষ ধরণের ডিসপ্লে যথেষ্ট পরিমাণে উৎপাদনের ক্ষমতা স্যামসাংয়ের নেই। আর সেই কারণেই প্রো ছাড়া অন্য মডেলের জন্য রেগুলার এলটিপিএস টিএফটি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হবে, যা অবশ্য হাই-রিফ্রেশ রেট অফার করবে না। ঘটনাচক্রে, প্রো ছাড়া অন্য মডেলের জন্য এই ডিসপ্লে এলজি সরবরাহ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন