Yamaha-র 250 সিসি বাইকের দামে পরিবর্তন, বাড়ল না কমল?

এপ্রিলের পর এবার মে, পরপর দু’মাস ভারতে মোটরসাইকেল ও স্কুটারের দাম বাড়ানোর ঘোষণা করল Yamaha। ইতিমধ্যেই দামী হয়েছে সংস্থাটির ১৫০ সিসি বাইকের রেঞ্জ। এবার ইয়ামাহার একমাত্র ২৫০ সিসি মোটরসাইকেলেরও দাম বাড়ল। Yamaha FZ25 ও Yamaha FZS 25 প্রতিটির দাম বেড়েছে ১,৩০০ টাকা করে।

এপ্রিলে দাম বাড়ার পর Yamaha FZ25 পাওয়া যাচ্ছিল ১.৪৩ লক্ষ টাকায় (রাউন্ড ফিগার)। চলতি মাসে ফের মূল্য পরিবর্তনের ফলে কেনা যাবে ১.৪৪ লক্ষ টাকায়। অন্য দিকে, গত মাসে Yamaha FZS 25-এর মূল্য ছিল ১.৪৭ লক্ষ টাকা। সেটা এখন দাঁড়িয়েছে ১.৪৯ লক্ষ টাকা৷ উল্লেখ্য, এগুলি এক্স-শোরুমের দাম।

দাম বাড়লেও Yamaha FZ25 সিরিজ ডিজাইন, স্পেসিফিকেশন, ও ফিচারগুলির দিক থেকে অপরিবর্তিত। দু’টি বাইকেই ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৮,০০০ আরপিএম গতিতে ২০.৫ বিএইচপি ক্ষমতা এবং ৬,০০০ আরপিএমে ২০.১ এনএম টর্ক উৎপন্ন করে৷ গিয়ারের সংখ্যা পাঁচ।

ফিচারগুলির কথা বললে, Yamaha FZ25 ও Yamaha FZS 25 উভয় মোটরসাইকেলে ফুল-এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, এলইডি টেললাইট, মর্ডান ফিচারযুক্ত নেগেটিভ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইঞ্জিন কাটঅফ ফাংশন এবং ডুয়েল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড হিসাবে রয়েছে। বাইক দু’টি দেখতেও হুবহু এক৷ তবে হ্যান্ডগার্ড ও উইন্ডস্ক্রিন FZS 25-এর স্টাইল আরও উন্নত করেছে।