সস্তায় তিন চাকার ইলেকট্রিক স্কুটার আনল Komaki, এক চার্জে ছুটবে প্রায় 180 কিমি

বাণিজ্যিক তিন চাকার গাড়ির বাজারে ব্যাটারির পদার্পণ ঘটেছে বেশ কয়েক বছর হল। এর মধ্যে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বর্তমানে সাধারণ মানুষের পথ চলার অন্যতম মাধ্যম ‘টোটো’। এবারে টোটোর মতন দেখতে তিন চাকার বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল কোমাকি। নাম Komaki Cat 3.0। ভারতীয় সংস্থার এই গাড়িটি ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি পণ্য পরিবহনের জন্য উপযুক্ত। কিনতে খরচ পড়বে ১.০৬ লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়িটির ভারোত্তোলন ক্ষমতা ৫০০ কেজি বলে দাবি সংস্থার। যা সত্যিই প্রশংসার দাবি রাখে!

Komaki Cat 3.0 লঞ্চ হল

চালকের সুবিধার জন্য ক্যাট ৩.০-তে দেওয়া হয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে। তিন চাকার এই গাড়িটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ফুল চার্জে এটি ১২০ থেকে ১৮০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি সংস্থার। মিড ড্রাইভ মোটরে ছুটবে Cat 3.0। বাড়িতে চার্জ করলে সম্পূর্ণ চার্জ হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নেবে।

Komaki Cat 3.0-তে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া হয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, যেখানে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ব্যাটারি স্ট্যাটাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ভেসে উঠবে। রয়েছে ক্রুজ কন্ট্রোল। মিলবে তিনটি রাইডিং মোড – ইকো, স্পোর্ট এবং টার্বো। তিন চাকার এই ইলেকট্রিক গাড়িটি পেয়েছে রি-জেনারেটিভ ব্রেকিং এবং রিভার্স মোড।

Cat 3.0-তে হার্ডওয়্যার হিসেবে দেওয়া হয়েছে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং লিফ স্প্রিং সাসপেনশন। ১২ ইঞ্চির তিন হুইলেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। এছাড়া এতে উপস্থিত একটি ব্রেক লিভার, যা হ্যান্ড ব্রেকের অনুরূপ কাজ করবে। আবার এটি ঢালু রাস্তায় গাড়ি যাতে গরিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবে।