Chandra Grahan 2023: চন্দ্র গ্রহণ ২০২৩ বাংলাদেশ ও ভারত সময়, আজকে কি চন্দ্রগ্রহণ আছে

Chandra Grahan 2023: এই বছরে মোট দুটি চন্দ্রগ্রহণ রয়েছে, একটি মে মাসে আর অন্যটি অক্টোবর মাসে

Chandra Grahan 2023 Date and Time: ২০২৩ সালে অর্থাৎ বছরের প্রথম চন্দ্রগ্রহণ (First Chandra Grahan 2023) হবে ৫ মে। এটি হবে পেনাম্ব্রাল বা উপছায়া চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। তাই ভারত ও বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যাবে না। এছাড়া বছরে আরও একটি চন্দ্রগ্রহণ রয়েছে, যা শারদ পূর্ণিমায় হবে। এটি আংশিক দৃশ্যমান হবে। আসুন ভারত ও বাংলাদেশে ২০২৩ সালের চন্দ্রগ্রহণের সময় দেখে নেওয়া যাক।

চন্দ্রগ্রহণ ২০২৩ ভারতীয় সময় (Chandra Grahan 2023 Indian Date & Time)

২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ রয়েছে ৫ মে শুক্রবার। ভারতে এই গ্রহণ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে, আর শেষ হবে গভীর রাত ১.০১ মিনিটে। অর্থাৎ গ্রহণ ৪ ঘন্টা ১৬ মিনিট স্থায়ী হবে।

চন্দ্র গ্রহণ ২০২৩ বাংলাদেশ সময় (Chandra Grahan 2023 Bangladesh Date & Time)

চন্দ্রগ্রহণ ২০২৩ বাংলাদেশ সময় সম্পর্কে বললে, বাংলাদেশে এই উপছায়া চন্দ্র গ্রহণ শুরু হবে রাত ৯.১৫ মিনিটে এবং শেষ হবে রাত ১.৩২ মিনিটে।

চন্দ্র গ্রহণ কোথায় দেখা যাবে? (Chandra Grahan 2023 Where To Watch)

২০২৩ সালের অর্থাৎ বছরের প্রথম চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও ভারতে দেখা যাবে না। তবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত ও ভারত মহাসাগরের মতো অঞ্চল থেকে এই চন্দ্র গ্রহণ দেখা যাবে।

চন্দ্র গ্রহণ ২০২৩ সালে আর কোন সময়ে আছে

৫ মে এর পর ২৮ অক্টোবর ২০২৩ সালে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ রয়েছে। অর্থাৎ প্রথম গ্রহণের প্রায় ৫ মাস পরে রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্র গ্রহণ।

আজকে কি চন্দ্রগ্রহণ আছে

আজ চন্দ্র গ্রহণ আছে কিনা যারা আমাদের কাছে জানতে চান, তারা আশা করি জেনে গেছেন‌ যে ২০২৩ সালের ৫ মে ও ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণ রয়েছে।