১৫ মিনিটে হবে ফোন ফুল চার্জ, Xiaomi আনছে ২০০ ওয়াট+ ফাস্ট চার্জিং প্রযুক্তি

বর্তমানে বাজারের অন্যতম শক্তিশালী মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের নাম Xiaomi। মূলত স্মার্টফোনের জন্য ব্র্যান্ডটির জনপ্রিয়তা হলেও, বিগত কয়েক বছরে সাশ্রয়ী মূল্যের উইয়ারেবল ডিভাইস, ল্যাপটপ, টিভি ইত্যাদি বাজারে এনে বেশ হইচই ফেলেছে চীনা সংস্থাটি। এমনিতে Xiaomi-র প্রায় প্রতিটি প্রোডাক্টের ফিচারই বেশ প্রিমিয়াম, তবে এখন প্রযুক্তির মোহজাল বিস্তারের খেলায় বেশ কষে কোমর বেঁধে মাঠে নামছে সংস্থাটি। কয়েক মাস আগে Mi 10 Ultra স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করে বিশ্ব বাজারে সাড়া ফেলেছিল Xiaomi। এমনকি সুপারফাস্ট চার্জ টেকনোলজি আনার ক্ষেত্রে সংস্থাটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের খেতাবও পেয়েছে। কিন্তু এতেও যে সংস্থাটি বিশেষ সন্তুষ্ট নয় – সাম্প্রতিক কিছু রিপোর্ট দেখে এমনটাই মনে হচ্ছে। আসলে, জল্পনা শুরু হয়েছে Xiaomi এবার কাজ করতে চলেছে ২০০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির ওপর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে বাজারে আসবে ২০০ ওয়াটেরও বেশি ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত অ্যান্ড্রয়েড ফোন।

সম্প্রতি Weibo-তে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে, চাইনিজ ফার্মটি তার আগামী হ্যান্ডসেটগুলিতে ২০০ ওয়াট+ ফাস্ট চার্জিং প্রযুক্তি (Xiaomi 200W fast charging) ব্যবহার করার কথা ভাবছে। ২০২১ সালের মধ্যে এই প্রযুক্তি যুক্ত স্মার্টফোন বাজারে আসতে পারে। এদিকে লেটেস্ট ফাস্ট চার্জিং (১২০ ওয়াট) সাপোর্টযুক্ত Mi 10 Ultra ডিভাইসটি ২৩ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়, ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৪,৫০০ এমএএইচ। তবে আগামী দিনে ২০০ ওয়াট+ ফাস্ট চার্জিং প্রযুক্তি এলে ফোন সম্পূর্ন চার্জ হবে মাত্র ১৫ মিনিটে।

ফলে রোজকার ব্যস্ততা ভরা জীবনে আর হাতের ফোনটিকে ঘণ্টার পর ঘণ্টা চার্জে বসিয়ে রাখতে হবেনা – একথা নিশ্চিত! কিন্তু দেখার বিষয় এটাই যে এই ফোনগুলির ব্যাটারি ব্যাকআপ কেমন হয়। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই ফোন তাড়াতাড়ি চার্জ হয় বটে, কিন্তু চার্জ শেষও হয়ে যায় বেশ তাড়াতাড়ি।

প্রসঙ্গত, ওই টিপস্টার আরো জানিয়েছেন, Xiaomi এখনই তার প্রিমিয়াম Mi Mix 3 ডিভাইসটির উত্তরসূরি বা সাকসেসর বাজারে আনছেনা।আপাতত, সংস্থাটি ফোল্ডেবল স্মার্টফোন এবং আন্ডার-দ্য-স্ক্রিন সেলফি ক্যামেরার ওপর কাজ করবে। শুধু তাই নয়, আগামী মাসে সাব-ব্র্যান্ড Redmi-র ‘Note 9’ সিরিজের অধীনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করতে পারে শাওমি।