Xiaomi 11 Lite NE 5G আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন, সরাসরি দেখুন লাইভ ইভেন্ট

আজ ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi 11 Lite NE 5G। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোনকে ভারতে আনা হবে। গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সুবাদে এই ফোনের স্পেসিফিকেশন বা দাম আমরা আন্দাজ করতে পারি। Xiaomi 11 Lite NE 5G হল ব্র্যান্ডের লাইটেস্ট ও স্লিমেস্ট ফোন। আবার বিশ্বের প্রথম Netflix সার্টিফায়েড ডিসপ্লে দেওয়া হয়েছে এতে। এছাড়া এই ফোনে রয়েছে AMOLED স্ক্রিন, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর।

Xiaomi 11 Lite NE 5G লাইভস্ট্রিম, ভারতে কখন লঞ্চ হচ্ছে

আগেই বলেছি শাওমি ১১ লাইট এনই ৫জি লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট দুপুর ১২টা থেকে শুরু হবে। এই ইভেন্ট শাওমির অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল থেকে দেখা যাবে। এছাড়া নীচে দেওয়া লিঙ্ক থেকে আপনি ইভেন্টটি দেখতে পারবেন।

Xiaomi 11 Lite NE 5G ভারতে দাম (সম্ভাব্য)

গ্লোবাল মার্কেটে শাওমি ১১ লাইট এনই ৫জি-এর দাম শুরু হয়েছে ৩৪৯ ইউরো (প্রায় ৩০,৩০০ টাকা) থেকে। এই মূল্য ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের। তবে রিপোর্ট অনুযায়ী, ভারতে ফোনটি ২৩,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে।

Xiaomi 11 Lite NE 5G স্পেসিফিকেশন, ফিচার

শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনে আছে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে রান করে। ফোনটিকে শক্তি জোগায় কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। সাথে রয়েছে এড্রেনো ৬৭০ জিপিইউ। শাওমি ১১ লাইট এনই ৫জি ফোনের ওজন ১৫৮ গ্রাম এবং থিকনেস ৬.৮১মিমি।

ফটোগ্রাফির জন্য Xiaomi 11 Lite NE 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনের সামনে আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনে ৪,২৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন