Redmi Note 10T 5G, Redmi Note 10S, Redmi 9 Power সহ দাম বাড়ল এই পাঁচটি Xiaomi ফোনের

গত মাসেই পঞ্চমবারের জন্য Redmi Note 10 স্মার্টফোনের দাম বাড়িয়েছিল Xiaomi। এক সপ্তাহ কাটতে না কাটতেই সংস্থাটি ফের তাদের স্মার্টফোনের মূল্য বৃদ্ধির পথে হাঁটলো। আজ Xiaomi তাদের ৫টি স্মার্টফোন, যথা – Redmi Note 10T 5G, Redmi Note 10S, Redmi 9 Power, Redmi 9 এবং Redmi 9i -এর দাম ১,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। তবে মোবাইলের দাম বাড়ানোর জন্য সংস্থাটিকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। কারণ কম্পোনেন্টের ঘাটতিতে বড়োসড়ো ধাক্কার সম্মুখীন হয়েছে প্রতিটি সংস্থাই। তবে, অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তুলনায় Xiaomi তাদের হ্যান্ডসেটের দাম সবথেকে বেশি বার বাড়িয়েছে। আসুন Redmi Note 10T 5G, Redmi Note 10S, Redmi 9 Power, Redmi 9 এবং Redmi 9i -এর নতুন দাম জেনে নিই…

Redmi Note 10T 5G, Redmi Note 10S, Redmi 9 Power, Redmi 9 এবং Redmi 9i -এর নতুন দাম

সদ্য লঞ্চ হওয়া রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনের, ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ১,০০০ টাকার ফারাক চোখে পড়বে। এখন ফোনটির, ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য ১৩,৯৯৯ টাকা থেকে বেড়ে ১৪,৯৯৯ টাকা হয়েছে। আর, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৯৯ টাকা করা হয়েছে।

রেডমি নোট ১০এস স্মার্টফোনটি কিনতে বাড়তি ৫০০ টাকা খরচ করতে হবে। এই ফোনের, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত হাই-এন্ড মডেল সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১৬,৪৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। যদিও, এর ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অপরিবর্তিত আছে। অর্থাৎ, এটিকে এখনও ১৪,৯৯৯ টাকায় বিক্রি করছে শাওমি।

একই ভাবে রেডমি ৯ পাওয়ার স্মার্টফোনেও মূল্য বৃদ্ধির ছোঁয়া লেগেছে। এই ফোনের, ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম‌ + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এখন এই দুটি ভ্যারিয়েন্ট কিনতে গেলে যথাক্রমে ১১,৪৯৯ টাকা এবং ১৩,৪৯৯ টাকা খসাতে হবে। যদিও, রেডমি ৯ পাওয়ারের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অপরিবর্তিত রেখেছে শাওমি। এটি এখনও ১১,৯৯৯ টাকায় কেনা যাবে।

রেডমি ৯ স্মার্টফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের নতুন দাম হয়েছে ৮,৭৯৯ টাকা। আর, ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন মূল্য রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা।

পরিশেষে, রেডমি ৯ আই স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে। যার দরুন এই ভ্যারিয়েন্ট এখন ৮,৭৯৯ টাকায় বিক্রি হবে। তবে ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও আপনারা ৯,২৯৯ টাকায় কিনতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন