64MP পেরিস্কোপ ক্যামেরার ম্যাজিক দেখবে বিশ্ব, গ্র্যান্ড এন্ট্রি নিতে চলেছে Vivo X Fold 3

Vivo X Fold 3 সিরিজ মার্চ মাসের মধ্যেই লঞ্চ হবে বলে খবর। সংস্থা কিছু না বললেও, এই সিরিজে Vivo X Fold 3 এবং X Fold 3 Pro নামে দু’টি ফোল্ডেবল ফোন আসতে পারে বলে অনুমান। নিশ্চিতভাবে, Pro মডেলটি হাই-এন্ড স্পেসিফিকেন অফার করবে, আর স্ট্যান্ডার্ড ভার্সন তুলনামূলক সাশ্রয়ী মূল্যের পেশ করা হতে পারে। উত্তেজনা বাড়িয়ে এখন Vivo X Fold 3 সিরিজের প্রাইমারি ক্যামেরার ডিটেইলস ফাঁস হয়েছে।

Vivo X Fold 3 সিরিজের ক্যামেরা কেমন হবে

ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে পাতলা এবং হালকা ফর্ম ফ্যাক্টরের একটি আসন্ন ফোল্ডেবল ফোন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। এটি ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের ডিভাইস হবে বলে মনে করা হচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, ফোনটিতে ওমনিভিশন ওভি৫০এইচ (OmniVision OV50H) প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।

প্রসঙ্গত আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, স্ট্যান্ডার্ড ভিভো এক্স ফোল্ড ৩-এ কোনও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে না। তাই মনে করা হচ্ছে ফাঁস হওয়া তথ্যটি ভিভো এক্স ফোল্ড ৩ প্রো-এর সাথে সম্পর্কিত। শোনা যাচ্ছে, এই মডেলে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যোগ করা হবে। ভিভো পূর্বে আইকো ১২ এবং আইকো ১২ প্রো ফোনে প্রাথমিক ক্যামেরা হিসেবে ওভি৫০এইচ সেন্সর ব্যবহার করেছে। ভিভো এক্স ফোল্ড ৩ এবং এক্স ফোল্ড ৩ প্রো – উভয়েরই একই প্রধান ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, Vivo X Fold 3 এবং X Fold 3 Pro-এ যথাক্রমে Qualcomm Snapdragon 8 Gen 2 এবং Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট থাকতে পারে। অনুমান, Vivo X Fold 3-এ আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ওয়্যারলেস চার্জিং-এর মতো প্রিমিয়াম ফিচার্স থাকবে না, যেগুলি Pro মডেলে মিলবে। রেগুলার Vivo X Fold 3 সম্ভবত সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসবে। আগামী মার্চ মাসে চীনে এই ফোল্ডেবলগুলির সাথে Vivo Pad 3 এবং Vivo X100s লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।