HP OMEN Esports Gold Quest: ১২ লক্ষ টাকার স্কলারশিপ পেতে এক্ষুনি আবেদন করুন

গেমিংকে এক সময় শুধুমাত্র অবসর সময়ের সঙ্গী হিসেবে দেখা হত। তবে সময়ের প্রবাহমানতায় অনেক কিছুই পাল্টেছে। এই গেমিংকে পুঁজি করে আজ বহু ছেলেমেয়ে নিজের ভবিষ্যত গড়ছে। সেইসঙ্গে গেমিংয়ে দক্ষতা প্রদর্শনের মঞ্চ হিসেবে এখন প্রায়ই বিভিন্ন ই-স্পোর্টস ইভেন্ট আয়োজিত হচ্ছে। সেখানেও চোখ ধাঁধানো পুরস্কারের ছড়াছড়ি। তবে অনেকের মধ্যেই স্টার গেমার হওয়ার যাবতীয় মশলা মজুত থাকলেও, ভাল প্ল্যাটফর্মের অভাবে তাঁরা প্রচার ও খ্যাতির আড়ালেই রয়ে যান। এমনই সুপ্ত গেমিং প্রতিভাদের আর্ন্তজাতিক মঞ্চে তুলে ধরার জন্য এইচপি (HP) গত বছর ডিসেম্বরে “OMEN Esports Gold Quest” Scholarship এর সূচনা করেছিল। কোম্পানি ঘোষণা করেছিল যে স্কলারশিপটির জন্য তারা তিন জন প্রার্থীকে নির্বাচন করবে এবং বিজয়ী তিন জনের প্রত্যেককে বার্ষিক ১২ লক্ষ টাকা স্কলারশিপ প্রদান করবে। স্কলারশিপের সাথে এইচপি, OMEN এর ই-স্পোর্টস কিট, পঞ্চাশ হাজার টাকার মাসিক বেতন, এবং আর্ন্তজাতিক প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। সেই অনুযায়ী AMD Ryzen এর সহযোগিতায় HP আজ থেকে ওমেন ই-স্পোর্টস গোল্ড কোয়েস্ট স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন চালু করে দিল।

৩১ মার্চ অর্থাৎ আজ রেজিস্ট্রেশন পোর্টালটি খোলা হয়েছে৷ HP, স্কলারশিপের জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করবে। এরপরে, আবেদনকারীরা মে এবং জুন মাসে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন এবং জুনের শেষে এইচপি বিজয়ীদের নাম ঘোষণা করবে। ওমেন ই-স্পোর্টস গোল্ড কোয়েস্ট স্কলারশিপের জন্য আগ্রহীরা এখানে ক্লিক করে এইচপি-র ওয়েবসাইটে গিয়ে নথিভুক্ত করতে পারবেন। রেজিস্ট্রেশন ফর্মে আপনাকে নিজের নাম, ইমেল, গেম ডিটেলস সহ বিভিন্ন তথ্যাদি দিতে হবে।

আরও একবার বলে রাখি, OMEN Esports Gold Quest Scholarship এর জন্য আপনাকে ৩১ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া ১৮-২৩ বছর বয়সী ভারতীয়রাই এর জন্য আবেদন করতে পারবেন। বয়স কোনোভাবেই ১৮ এর কম ও ২৩ এর বেশী হওয়া চলবে না।

স্কলারশিপের জন্য নির্বাচিত বিজয়ীরা প্রত্যেকে ১২ লক্ষ টাকার বৃত্তি পাবেন। এছাড়া ১০ দিনের ইন্টারন্যাশনাল ই-স্পোর্টস ট্রেনিং ক্যাম্পে গেমিং এক্সপার্টদের সান্নিধ্যে আসার পাশাপাশি OMEN গেমিং গিয়ার সহ আরও অনেক কিছু পুরস্কার হিসেবে দেওয়া হবে। গেমিং গিয়ারের মধ্যে থাকবে HP OMEN ল্যাপটপ (AMD Ryzen CPU), হেডসেট, গেমিং, মাউজ, কীবোর্ড, এবং মনিটর। তাহলে আর দেরি কিসের? ভবিষ্যতে ই-স্পোর্টস জগতের স্টার হওয়ার স্বপ্ন থাকলে এক্ষুনি স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন