Amazon Daily Quiz: কুইজ খেললে মিলবে ২০,০০০ টাকা পুরষ্কার! দেখে নিন আজকের প্রশ্নোত্তর

বেশ কয়েকদিন আগে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) ‘Daily App Quiz’ (ডেইলি অ্যাপ কুইজ) নামে একটি নতুন গেম শুরু করেছে। এই কুইজ প্রতিদিন সকাল ৮টায় শুরু হয় এবং রাত ১২টা পর্যন্ত চলে। নিয়মের কথা বললে, এতে মোট পাঁচটি প্রশ্ন থাকে যার সঠিক উত্তর দিলেই বিজয়ী অংশগ্রহণকারী Amazon Pay (অ্যামাজন পে) ব্যালেন্সে নির্দিষ্ট টাকা পুরষ্কার হিসেবে পাবেন। তবে কুইজের এই পুরস্কারের পরিমাণ প্রতিদিন পরিবর্তিত হয়। সেক্ষেত্রে আপনি যদি আজ অর্থাৎ ৮ই মে ‘Amazon Daily Quiz’-এ কুইজে অংশগ্রহণ করেন, তাহলে আপনার ২০,০০০ টাকা জেতার সুযোগ থাকবে। কিন্তু কীভাবে পকেটস্থ করবেন এই পুরষ্কার? আসুন এই বিষয়ে খুঁটিনাটি জেনে নিই…

Amazon Daily Quiz খেলার উপায়

অ্যামাজনের কুইজটি খেলার জন্য অ্যান্ড্রয়েড বা আইওএস ইউজারদের অ্যাপটিতে লগইন করতে হবে। এরপর তাদের ফান সেকশনে যেতে হবে। এখানে তারা ‘ডেইলি কুইজ’ ব্যানার দেখতে পাবেন। ব্যাস, এখানে ক্লিক করলেই পাঁচ-পাঁচটি প্রশ্ন সামনে হাজির হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই আপনি পুরস্কারের দাবিদার হয়ে উঠবেন। তবে মনে রাখবেন লাকি ড্র-এর মাধ্যমে সংস্থা বিজয়ী নির্ধারণ করবে, আর আজকের বিজয়ীর নাম ঘোষিত হবে আগামীকাল। যাইহোক এখন আপনাদের জন্য রইল আজকের ডেইলি কুইজের প্রশ্নোত্তর, যা অনুসরণ করলে ২০,০০০ টাকা জিততে পারবেন।

Amazon Daily Quiz-এর আজকের প্রশ্নোত্তর

১. দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ কোন সিনেমা ‘ফিল্ম অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে?

উত্তর: পুষ্পা: দ্য রাইজ।

২. এশিয়ার কোন দেশ ২০২২ সালে ১ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য সুকুক বন্ড জারি করেছে?

উত্তর: পাকিস্তান।

৩. ‘ইনডমিয়েটবল: এ ওয়ার্কিং ওম্যান’স নোটস অন লাইফ, ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ – কার জীবনের উপর ভিত্তিতে লেখা বই?

উত্তর: অরুন্ধতী ভট্টাচার্য।

৪. এই প্রাণীটি প্রায় কত ডিগ্রী পর্যন্ত দৃষ্টি রাখতে সক্ষম?

উত্তর: ৩৬০°।

৫. এই খেলাটি কোন জায়গায় উদ্ভাবিত হয়েছিল?

উত্তর: হাওয়াই।