ভারতে রিলিজ হল Dolby সাপোর্টযুক্ত প্রথম মোবাইল গেম, যেকোনো স্মার্টফোনেই খেলা যাবে!

বাসে-ট্রেনে যাতায়াতের সময় কিংবা বাড়িতে সময় কাটানোর তথা মনোরঞ্জনের এক দুর্দান্ত মাধ্যম হল মোবাইল গেম। একটা সময় ছিল যখন কী-প্যাড ফোনে দু-তিনটি নির্দিষ্ট ছোটোখাটো গেমই খেলতে পারতেন ইউজাররা। তবে ইদানিংকালে গেম খেলার প্রাথমিক ডিভাইস হয়ে উঠেছে স্মার্টফোন; Google Play Store (গুগল প্লে স্টোর) খুললেই এখন চিত্তাকর্ষক গ্রাফিক্স এবং বিভিন্ন সাউন্ড এফেক্টযুক্ত গেম অ্যাপের ছড়াছড়ি। বলতে গেলে মোবাইল গেমিং, শিল্পের একটি নতুন দিক খুলে দিয়েছে। সেক্ষেত্রে আপনারও যদি গেম খেলার নেশা থাকে এবং গেমের সাউন্ড এফেক্ট বা কোয়ালিটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে প্রখ্যাত গেম ডেভেলপার Moong Labs (মুঙ্গ ল্যাবস), সম্প্রতি তাদের Epic Cricket – Big League Game (এপিক ক্রিকেট – বিগ লিগ গেম) নামক জনপ্রিয় গেমটি ডলবি অ্যাটমোস (Dolby Atmos) সাপোর্টসহ রিলিজ করেছে। অর্থাৎ এটিই হল ডলবি অ্যাটমোস সাপোর্টসহ আসা ভারতের প্রথম মোবাইল গেম, যাতে দুর্দান্ত সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তাই গেমটিকে কেন্দ্র করে প্লেয়ারদের উন্মাদনা যে চরমে পৌঁছাবে, সেটা আশা করা যেতেই পারে।

যেকোনো Android স্মার্টফোনেই খেলা যাবে Epic Cricket – Big League Game

যারা জানেন না তাদের বলি, গেম ডেভেলপার তথা গুগল প্লে স্টোরের কিছু ফ্রি-টু-প্লে গেমের পাবলিশার মুঙ্গ ল্যাবের একটি অত্যন্ত জনপ্রিয় গেম হল এপিক ক্রিকেট – বিগ লিগ গেম, যা গুগল প্লে স্টোরে আগে থেকেই উপলব্ধ। ইতিমধ্যেই এক কোটিরও বেশি সংখ্যক মানুষ এই গেমটি ডাউনলোড করেছেন। গেমটির সবচেয়ে বড় সুবিধা হল, এটি খেলার জন্য কোনো অত্যাধুনিক হার্ডওয়্যারের প্রয়োজন নেই। অত্যন্ত সাধারণ অথচ আকর্ষণীয় গ্রাফিক্সযুক্ত এই গেমটি যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই খেলা যেতে পারে।

নতুন Epic Cricket – Big League Game-এর ধামাকাদার সাউন্ড মুগ্ধ করবে প্লেয়ারদের

হালফিলে ডলবি অ্যাটমোস অডিও সাপোর্ট মেলায় এই ক্রিকেট লিগ গেমটির সাউন্ড সিস্টেম যে রীতিমতো ধামাকাদার হবে, সেকথা আর আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে কোনো প্লেয়ারের মারা বল স্ট্যান্ডে গেলেই সেখান থেকে দর্শকদের তুমুল চিৎকার শুনতে পাবেন গেমাররা। একইসাথে, কোনো বোলার বল করলে সেই বলের সাউন্ডও অত্যন্ত পরিষ্কারভাবে গেমারদের কানে গিয়ে পৌঁছোবে। সবমিলিয়ে প্লেয়ার বা ক্রিকেটপ্রেমীরা যে এটি ব্যাপকভাবে উপভোগ করতে সক্ষম হবেন, সেকথা বলাই বাহুল্য।

গেমটির প্রসঙ্গে ডলবি ল্যাবরেটরিজ (Dolby Laboratories)-এর সিনিয়র রিজিওনাল ডিরেক্টর অসীম মাথুর (Ashim Mathur) জানিয়েছেন যে, ভারতে বরাবরই মোবাইল গেমের চাহিদা তুঙ্গে ছিল যা সাম্প্রতিককালে আরও বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে Dolby Atmos অডিও সাপোর্ট থাকায় Epic Cricket ইউজারদের মনোরঞ্জনে বিশেষভাবে সাহায্য করবে। অর্থাৎ গ্রাহকরা এই গেমটি খেলে যে এক দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন, সে বিষয়ে সংস্থাটি চরম আত্মবিশ্বাসী। তদুপরি, Epic Cricket-এর সৌজন্যে ব্যবহারকারীরা ঘরে থেকেই স্টেডিয়াম বা মাঠে সরাসরি ক্রিকেট খেলা দেখার অভিজ্ঞতা পেতে সক্ষম হবেন বলে জানিয়েছেন Moong Labs-এর হেড অফ প্রোডাক্ট সামিত বব্বর (Samit Babbar)।