iPhone কেনার সেরা সুযোগ, মাসিক কিস্তি দিয়ে নয়া মডেল আপগ্রেড করার সুযোগ দেবে Apple

Apple (অ্যাপল)-এর একটি iPhone (আইফোন)-এর মালিকানা পাওয়ার স্বপ্ন কমবেশি অনেকেই দেখে থাকেন। কিন্তু একটু চড়া দাম হওয়ার কারণে নিজেদের স্বপ্নপূরণ করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। সেক্ষেত্রে এই সমস্যার সমাধান করতে সকল iPhone-প্রেমীদের জন্য খুব শীঘ্রই এক দুর্দান্ত সুবিধা নিয়ে আসতে চলেছে Apple। Bloomberg (ব্লুমবার্গ)-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে জানা গিয়েছে যে, এখন গ্রাহকরা কিস্তিতে iPhone কিনতে পারবেন। আসলে প্রযুক্তির বাজারে বরাবরই বেশ ভালো অবস্থানে আছে Apple। তবে বিশ্ববাজার টিকে থাকতে মার্কিনি সংস্থাটি নিজেদের অবস্থানকে আরও শক্তপোক্ত করতে চায়। সেক্ষেত্রে নিজেদের আধিপত্য বাড়াতে চাইলে প্রয়োজন আরও অধিক সংখ্যক গ্রাহক, আর সেজন্যই হালফিলে গ্রাহক বাড়ানোর এক নতুন কৌশল হাতে নিয়েছে টেক জায়েন্টটি।

এবার মাসিক কিস্তিতে কেনা যাবে iPhone, নতুন মডেলে করা যাবে আপগ্রেডও

ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এবার সাবস্ক্রিপশন ফি বা মাসিক কিস্তিতে প্রোডাক্ট বিক্রির কার্যক্রম চালু করতে চলেছে অ্যাপল। প্রতিবেদনে বলা হয়েছে যে, এই বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে অ্যাপলের আইফোন ও অন্যান্য হার্ডওয়্যারের সাবস্ক্রিপশন সার্ভিস চালু হবে বলে আশা করা হচ্ছে। সাবস্ক্রিপশন পরিষেবাটি মূলত ক্রেতাদের এককালীন অর্থ প্রদানের পরিবর্তে অ্যাপল হার্ডওয়্যারে সাবস্ক্রাইব করার সুযোগ দেবে। এর জন্য ক্রেতাদের মাসিক ফি দিতে হবে এবং নতুন মডেল উপলব্ধ হলে নতুন আইফোনেও আপগ্রেড করতে সক্ষম হবেন ইউজাররা।

ব্লুমবার্গের টেক রিপোর্টার মার্ক গুরম্যান (Mark Gurman) তার নিউজলেটারে বলেছেন যে, আসন্ন এই পরিষেবাটি অ্যাপলের বিদ্যমান আইফোন আপগ্রেড প্রোগ্রামের চাইতে বেশ খানিকটা আলাদা হবে বলে ধরে নেওয়া যেতে পারে। নয়া সার্ভিসটির সৌজন্যে ইউজাররা ১২ থেকে ২৪ মাসের মধ্যে নিজেদের পছন্দসই কিস্তিতে আইফোনের টাকা প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহকদের ডিভাইসটি ব্যবহার করার জন্য অ্যাপলের হার্ডওয়্যার সাবস্ক্রিপশনের দরুন একটি মাসিক ফি দিতে হবে। শুধু তাই নয়, নতুন মডেল উপলব্ধ হলে নতুন আইফোনেও আপগ্রেড করতে পারবেন গ্রাহকরা।

চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর এই পরিষেবা চালু করা হবে

গুরম্যানের মতে, Apple বর্তমানে তাদের নতুন হার্ডওয়্যার সাবস্ক্রিপশন পরিষেবাটি টেস্ট করছে এবং কীভাবে এর সাথে Apple One (অ্যাপল ওয়ান) সাবস্ক্রিপশনকে বান্ডেল করা যায়, সেই নিয়েও জোরকদমে কাজ চালাচ্ছে। তাই আপাতত মনে করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে এই সার্ভিসটি চালু করতে পারে মার্কিনি টেক জায়েন্টটি। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন আগেই লঞ্চ হয়েছে অ্যাপলের লেটেস্ট iPhone 14 (আইফোন ১৪) সিরিজ। সেক্ষেত্রে আলোচ্য প্রোগ্রামটি চালু হলে ইউজাররা অতি অনায়াসে আইফোনের নয়া মডেল পকেটস্থ করতে সক্ষম হবেন।

তবে এই নয়া সাবস্ক্রিপশন পরিষেবার আওতায় কোম্পানির কতগুলি প্রোডাক্ট থাকবে এবং এর অধীনে Apple-এর ম্যাক (Mac) ডিভাইসগুলিও অন্তর্ভুক্ত থাকবে কি না, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তদুপরি গুরম্যান তার নিউজলেটারে একথাও জানিয়েছেন যে, ব্যবহারকারীদের দ্বারা নির্বাচিত ডিভাইসের ওপরে সাবস্ক্রিপশন ফি-এর পরিমাণ নির্ভর করবে। সবমিলিয়ে, Apple এই নতুন হার্ডওয়্যার সাবস্ক্রিপশন সার্ভিস থেকে বেশ ভালোরকম লাভবান হবে বলে আশা করা হচ্ছে। কেননা একবারে যেহেতু গ্রাহকদের কোনো ডিভাইস কেনার জন্য মোটা টাকা খরচ করতে হবে না, তাই অনেকেই এর সুবাদে Apple-এর চড়া দামের প্রোডাক্টও কিনতে আগ্রহী হবেন; ফলে সার্বিকভাবে সংস্থার গড় আয় অনেকটাই বাড়বে। তদুপরি, ইউজাররা যেহেতু নতুন ডিভাইসে আপগ্রেড করার সুযোগও পাবেন, তাই অধিকাংশ মানুষের কাছেই টেক জায়েন্টটির এই নয়া সার্ভিস বেশ গ্রহণযোগ্য হবে বলে ধরে নেওয়া যেতে পারে।