৭৫০০ টাকার Tecno Spark 8C আরও সস্তায় কেনার সুযোগ, রয়েছে ৬ জিবি র‌্যাম ও শক্তিশালী ব্যাটারি

Tecno Spark 8C ভারতে সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে এই ফোনের উপর ৭৫০ টাকা পর্যন্ত ডিসকউন্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনি যদি ৮,০০০ টাকার কমে কোনো স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে Tecno Spark 8C কিনতে পারেন। এই ফোনে পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।

Tecno Spark 8C ফোনের দাম ও সেল অফার

টেকনো স্পার্ক ৮সি ফোনের ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা‌। আবার এই ফোনে ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ম্যাগনেট ব্ল্যাক, আইরিস পার্পল, ডায়মন্ড গ্রে এবং ফিরোজা সায়ান কালারের মধ্যে বেছে নেওয়া যাবে ফোনটি।

লঞ্চ অফারের কথা বললে, Tecno Spark 8C ফোনের উপর HDFC ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

Tecno Spark 8C স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক ৮সি ফোনে দেখা যাবে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২৬৯পিপিআই পিক্সেল ডেনসিটি, ৪৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৮৯.৩% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। আবার এই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে অক্টা কোর প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে। এতে ৩ জিবি র‌্যাম (+৩ জিবি ভার্চুয়াল র‌্যাম) ও ৬৪ জিবি স্টোরেজ উপস্থিত। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Spark 8C ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে, এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই (AI) ক্যামেরা। এই ক্যামেরায় এআই (AI) বিউটি ৩.০ মোড, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি মোড, HDR, ফিল্টার মোড সাপোর্ট করে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 8C ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। এই ব্যাটারি একক চার্জে ৫৩ ঘন্টার কলিং টাইম ও ৮৯ দিনের স্ট্যান্ড-বাই টাইম অফার করবে।