তাক লাগানো ফিচার সহ Galaxy Book ল্যাপটপ আনলো স্যামসাং

বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন বৈদ্যুতিন সংস্থা বাজারে নতুন নতুন ল্যাপটপ মডেল নিয়ে আসছে। এই বিষয়ে পিছিয়ে নেই জনপ্রিয় ব্র্যান্ড Samsung ও। বাজারে নিজের জায়গা ধরে রাখতে সম্প্রতি দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স সংস্থাটি গ্যালাক্সি বুক ল্যাপটপের নতুন ২০২০ সিরিজ বিশ্বব্যাপী লঞ্চ করেছে। এই নতুন সিরিজে থাকছে Galaxy Book S, Galaxy Book Flex, এবং Galaxy Book Ion 15-এর মত ল্যাপটপ। আসুন চটপট জেনে নিই এই নতুন ল্যাপটপগুলির খুঁটিনাটি।

স্যামসাং Galaxy Book Ion 15-এর স্ক্রিন ১৩.৩ ইঞ্চি এবং এর ওজন ০.৯৭ কেজি। ডিভাইসটি ১২.৯ মিমি পুরু, ফলে যে কেউ স্বচ্ছন্দে এটি হাতে নিতে পারবে। এছাড়া এটি দীর্ঘ ব্যাটারি লাইফ দেবে। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ডিভাইসটি সারাদিন চলবে। মজার ব্যাপার হল এটির বিল্ট-ইন ওয়্যারলেস পাওয়ারশেয়ার ফিচার, টাচপ্যাডকে চার্জিং স্টেশনে রূপান্তর করতে পারে। তারপর টাচপ্যাডটির সাহায্যে Galaxy Bud বা গ্যালাক্সি ফোনের মতো বিভিন্ন স্যামসাং ডিভাইস চার্জ করা যেতে পারে।

স্যামসাং Galaxy Book Flex-এ রয়েছে বিশেষ টু-ইন-ওয়ান ডিজাইন, যা ল্যাপটপটিকে ট্যাবলেটে পরিবর্তন করতে পারে। এটি ১৮০ ডিগ্রী ঘোরানো যায়। এই ল্যাপটপটির সাথে থাকছে স্যামসাং এস পেন সাপোর্ট। অন্যদিকে নতুন “Galaxy Book S” ল্যাপটপে কানেক্টিভিটির জন্য থাকছে বিল্ট-ইন LTE সমর্থন সাপোর্ট। এছাড়া থাকছে Wi-Fi এর ষষ্ঠ ভার্সন।

এই নতুন গ্যালাক্সি বুক সিরিজে থাকছে মোবাইল-টু-পিসি কানেকশন। এর সাহায্যে গ্যালাক্সি স্মার্টফোনের সাথে গ্যালাক্সিবুক কানেক্ট করে দ্রুত ডেটা ট্রান্সফার, ফাইল ড্র্যাগ এবং ড্রপ করা যাবে। এছাড়া ইউজার SMS পড়তে বা পাঠাতে পারবেন। এই ল্যাপটপগুলির দাম এখনও কোম্পানি জানায়নি।