আসছে Xiaomi-র প্রথম ফোল্ডিং ফোন Mi Mix Fold, ডিজাইন হবে Galaxy Z Fold 2 এর মত

গতকাল লঞ্চ ইভেন্ট মারফত Xiaomi একঝাঁক নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। Mi 11 Ultra, Mi 11 Pro, Mi 11 Youth, Mi Smart Band 6 সহ বিভিন্ন টেক প্রোডাক্টের ওপর থেকে শাওমি পর্দা সরিয়েছে। তবে আলোচনার মুখ্য বিষয় হয়ে ওটা শাওমির প্রথম ফোল্ডেবল ফোন পর্দার পিছনেই রয়ে গেল। গতকালই ফোল্ডেবল ফোনটির লঞ্চ হবে বলে জোর চর্চা শুরু হয়েছিল। যদিও কাল লঞ্চ না হলেও শাওমির প্রথম ফোল্ডেবল ফোন বা Mi Mix Fold খুব তাড়াতাড়িই বাজারে পা রাখতে চলেছে। এমআই মিক্স ফোল্ড স্মার্টফোনের প্রমোশনাল পোস্টার লিক হয়ে সেই জল্পনা আরও উস্কে দিল।

উইবোতে এমআই মিক্স ফোল্ড এর ফাঁস হওয়া পোস্টার দেখে বলা যায়, এতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ২ এর মতো হিঞ্জ মেকানিজম থাকবে। আবার ফোনের পিছনে এমআই ১০ আল্ট্রা-র মতো ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। সেইসঙ্গে অলওয়েজ অন ডিসপ্লে ক্লক দেখে আমরা বলতে পারি, ফোল্ডেবল ফোনটির সেকেন্ডারি ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে।

পোস্টার অনুসারে এমআই মিক্স ফোল্ড এর প্রাইমারি ডিসপ্লের কোণাকুণি পরিমাপ ৮.০১ ইঞ্চি। এছাড়াও, পোস্টারে ফোনটি লেটেস্ট কোয়ালকম ফ্ল্যাগশিপ প্রসেসরের সঙ্গে আসবে বলে উল্লেখ করা হয়েছে। যা আদতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

প্রসঙ্গত, 3C সার্টিফিকেশন পাওয়ার পাশাপাশি শাওমির ফোল্ডেবল স্মার্টফোন সম্প্রতি TENAA-তে লিস্টেড হয়েছে। 3C সার্টিফিকেশন সাইটে Xiaomi M2011J8C মডেল নম্বরের ফোনটি Mi Mix Fold বলে অনুমান করা হচ্ছে। ফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে বলে 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছিল। আবার TENAA-র আপডেটেড সার্টিফিকেশন লিস্টিং অনুসারে এমআই মিক্স ফোল্ড ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এছাড়াও, এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজের আরও একটি ভ্যারিয়েন্ট থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন