WhatsApp বা Telegram-এ ইনভেস্ট করার মেসেজ পাচ্ছেন? কি হতে পারে আপনার সাথে

সম্প্রতি, বিশালাক্ষী নগরের এক ব্যক্তি অনলাইন হোয়াটসঅ্যাপ স্ক্যামের (Online WhatsApp Scam) ফাঁদে পড়ে হারিয়েছেন ৬৪ লক্ষ টাকা।

সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষের প্রতিদিনই নিত্য নতুন ভাবে সাধারণ মানুষ অনলাইন প্রতারণার (Online Scam) শিকার হচ্ছেন। প্রতারকেরা কখনো বিনিয়োগের নামে, কখনো কাস্টমার কেয়ারের নামে অথবা কখনো অনলাইন জব বা কোর্স অফার করার মাধ্যমেও ব্যবহারকারীদের প্রতারণা করে থাকে। সম্প্রতি, বিশালাক্ষী নগরে এমন একটি ঘটনার কথা প্রকাশে এসেছে, যেখানে এক ব্যক্তি অনলাইন হোয়াটসঅ্যাপ স্ক্যামের (Online WhatsApp Scam) ফাঁদে পড়ে হারিয়েছেন ৬৪ লক্ষ টাকা।

যদিও, ভুক্তভোগীর নাম অপ্রকাশিত রয়ে গেছে। তবে দ্য হিন্দুর একটি রিপোর্ট অনুসারে, জানা গেছে যে, প্রতারিত অজ্ঞাত ব্যক্তির অনুরোধে “স্টক এক্সচেঞ্জ” নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেয়। যেখানে তাকে সামান্য অর্থ বিনিয়োগ করে লাভজনক রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে স্টকে বিনিয়োগ করতে প্রলুব্ধ করা হয়। এরপর লোভে পড়ে ওই ব্যক্তি প্রতারকদের নির্দেশে বিভ্রান্ত হয়ে যান। তারপর প্রতারকদের কথায় বিশ্বাস করে এবং তাদের নির্দেশ অনুসরণ করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ও ব্যাঙ্কিং চ্যানেলে মোট ৬৪ লক্ষ টাকা বিনিয়োগ করেন।

বিনিয়োগের পর যখন ঐ ব্যক্তি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এবং কোনো টাকা তিনি ফেরত পাবেন না, তখন তিনি স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। আর অভিযোগের পরেই পুলিশ এই ঘটনার সাথে জড়িত ৫ ব্যাক্তিকে গ্রেফতার করে। এরপর অনলাইন স্ক্যামের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য পুলিশ বাহিনী বিশালাক্ষী নগর তথা ভারতের প্রত্যেক নাগরিকদের সতর্কভাবে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শও দেয়।

কিভাবে নিরাপদে থাকবেন?

  • কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে কোনো আর্থিক লেনদেন বা অনলাইন বিনিয়োগ করবেন না।
  • কখনো কোনো সন্দেহজনক এবং অজ্ঞাত গ্রুপে যুক্ত হবেন না। আর এই ধরনের কোনো গ্রুপের সাথে যুক্ত হবার আগে অবশ্যই গ্রুপ সম্পর্কে যাচাই করে নেবেন।
  • অজানা কারো সাথে কোন রকম সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না।
  • কোনো মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করার লিঙ্কে ক্লিক করবেন না। কারণ অজানা উৎস থেকে আসা লিঙ্কে ক্লিক করলে ফিশিং বা ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
  • অনলাইনে কোনোরকম সন্দেহজনক বা প্রতারণামূলক কার্যকলাপের সম্মুখীন হলে সত্বর নিকটবর্তী পুলিশ স্টেশন বা সাইবার নিরাপত্তা সংস্থার কাছে অভিযোগ দায়ের করবেন।